Adhir Ranjan Chowdhury On Murshidabad (Photo Credit: ANI/X)

কলকাতা, ১৪ এপ্রিল: সংশোধিত ওয়াকফ বিল (Waqf Bill) নিয়ে উত্তপ্ত মুর্শিদাবাদ (Murshidabad Violence)। ইতিমধ্যেই ২ জনের মৃত্যু হয়েছে। ওয়াকফ বিল নিয়ে উত্তেজনার জেরে মুর্শিদাবাদে বাবা, ছেলের মৃত্যুর পর থেকেই সেই তরজা এবং গণ্ডগোল নয়া মাত্রা নিতে শুরু করেছে। উত্তেজনা প্রশমিত করতে ইতিমধ্যেই মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে বহু মানুষ মালদায় আশ্রয় নিতে শুরু করেছেন। মুর্শিদাবাদে গণ্ডগোল এবং  উত্তেজনার জেরে এবার মুখ খুললেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury )।

অধীর চৌধুরী বলেন, 'সরকার যেখানে চায় সাম্প্রদায়িক সংঘর্ষ হোক, সেখানেই ছড়ায় উত্তেজনা। সাম্প্রদায়িক সংঘর্ষ চাওয়া হয়েছিল গোধরায়, তা সেই সময় হয়। এবারও পশ্চিমবঙ্গে (West Bengal) তা হচ্ছে কারণ সরকার চাইছে বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী।'

আরও পড়ুন:  Murshidabad Violence: থমথমে মুর্শিদাবাদ, চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, দেখুন ভিডিয়ো

মুর্শিদাবাদ ছেড়ে মাদলদায় হাজির হওয়া মানুষ...

 

এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী ধর্মনিরপেক্ষতার 'নাটক' করছেন বলেও কটাক্ষ করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ। মুসলিম সম্প্রদায়ের সাধারণ মানুষকে 'জিহাদি' বলছে বিজেপি। সাধারণ মুসলিম সম্প্রদায়ের মানুষকে 'জিহাদি' বলার সুযোগ বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) করে দিচ্ছেন বলে কটাক্ষ করেন অধীর চৌধুরী।

শুনুন কী বললেন অধীর চৌধুরী..

 

এসবের পাশাপাশি বিজেপি যে সব সময় সাধারণ মানুষের মাঝে ধর্মীয় মেরুকরণ করে, তা কারও অজানা নয় বলেও কটাক্ষ করতে শোনা যায় অধীর চৌধুরীকে। অর্থাৎ মুর্শিদাবাদ নিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে একযোগে কটাক্ষ করে তীব্র ধিক্কার জানাতে শোনা যায় বহরমপুরের প্রাক্তন সাংসদকে।