থমথমে মুর্শিদাবাদ (Photo Credits: ANI)

নয়াদিল্লিঃ সংশোধিত ওয়াকফ আইন (Waqf Bill 2025) প্রত্যাহারের দাবিতে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ (Murshidabad)। হিংসার আগুন ছড়িয়েছে দিকে-দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েনের নির্দেশ দিয়েছল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের নির্দেশ মতো অশান্ত এলাকায় শান্তি ফেরাতে মোতায়েন করা রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি নজরদারি চালাচ্ছে পুলিশও। বর্তমানে খানিকটা থমথমে মুর্শিদাবাদ। রাস্তাঘাটে তেমন ভিড় নেই। ধুলিয়ান, সুতি, শমসেরগঞ্জের মতো এলাকাও থমথমে। কেন্দ্রীয় বাহিনী আসায় মনে জোর পেয়েছেন, বলে দাবি স্থানীয়দের একাংশের। অন্যদিকে ভুয়ো ছবি বা ভিডিয়ো ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে প্রশাসনের তরফে।

ধীরে ধীরে শান্ত হচ্ছে মুর্শিদাবাদ, টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী

প্রসঙ্গত, সংশোধিত ওয়াকফ ইস্যুতে রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদ। বিশেষ করে হিংসার আগুন ছড়ায় শমসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান এলাকায়। এই হিংসার জেরে ধুলিয়ানে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। ঘর ছাড়া বহু মানুষ। গঙ্গা পেরিয়ে মালদহে আশ্রয় নিয়েছেন অনেকেই। তাঁদের জন্য প্রশাসনের তরফে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে মোতায়েন ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি সামাল দিতে তৎপর রাজ্য পুলিশও। যৌথ বাহিনীর অভিযানে শান্তি ফিরছে মুর্শিদাবাদে। এলাকায় এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই শনিবার রাতে মুর্শিদাবাদ পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানে গিয়ে বিএসএফ-এর সঙ্গে বৈঠকেও বসেন তিনি।

থমথমে মুর্শিদাবাদ, চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি, দেখুন ভিডিয়ো