নুসরত জাহান ও মমতা ব্যানার্জি (Picture Credits: Twitter)

কলকাতা, ৫ জানুয়ারি: আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (CM Mamata Banerjee) জন্মদিন (Birthday)। জন্মদিনের সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) আসছে অজস্র শুভেচ্ছা (Wishes)। দেশের নেতামন্ত্রী থেকে দলের কর্মীরা সকলেই অভিবাদন জানাচ্ছেন। সকাল থেকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বাদ নেই সম্প্রতি সাংসদ হওয়া অভিনেত্রী নুসরত জাহানও (Nusrat Jahan)। মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানিয়ে বলেন তিনি মায়ের মতোই একজন অভিভাবক। তিনি তাঁর জীবনের জীবন্ত প্রেরণা।  সম্পূর্ণ নিজের চেষ্টা ও তাগিদে কালীঘাটের বস্তির মেয়ে এখন সকলের আদরের 'দিদি' (Didi)। একজন নেত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রতিষ্ঠাতা (Founder)।

সদ্য রাজনীতিতে পুরোদমে প্রবেশ করেছেন নুসরত। কিছুদিন আগেই সিদ্ধান্ত নিয়েছেন ছবি বছরে ২ টির বেশি করবেন না। পুরো মনোযোগ ছবিতেই দেবেন। তার ওপর ভিত্তি করেই রাজনীতিতে নিজের পথিকৃৎ বানালেন মমতা ব্যানার্জিকে। আজ তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন,"মমতা ব্যানার্জি শুধু নেত্রীই নন, তিনি অগ্নিকন্যা। এক জীবন্ত অনুপ্রেরণা। মায়ের মতোই একজন অভিভাবক। আমাদের মুখ্যমন্ত্রী ওরফে স্নেহের দিদিকে জানাই শুভ জন্মদিন। সবসময় সুস্থ থাকুন তাই চাই।" আরও পড়ুন, জন্মদিনে মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী 

আজ সকালে শুভেচ্ছা জানান প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। টুইটারে তিনি লেখেন, "মমতাজি-র জন্মদিনে শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও সর্বদা সুখের কামনা করছি।" কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি (Nitin Gadkari) তাঁকে আজ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন,"পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।"