কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) যে ইস্তফা পত্র দিয়েছেন বলে জানিয়েছেন, সে বিষয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। এমনই জানালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। মিমি চক্রবর্তীর সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার বিষয়ে সংবাদমাধ্যমের সামনে আর কোনও মন্তব্য করেননি কুণাল।
প্রসঙ্গত বৃহস্পতিবার যাদবপুরের সাংসদ পদ থেকে সরে যাওয়ার কথা জানান মিমি চক্রবর্তী। সেই অনুযায়ী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ইস্তফা পত্র তুলে দিয়েছেন বলে জানান। তিনি আর নির্বাচনে দাঁড়াতে চান না বলে সংবাদমাধ্যমের সামনে দাবি করেন। তিনি যে ইস্তফা পত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন, তা তিনি খতিয়ে দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দলের সুপ্রিমো। তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও স্পষ্ট জানান অভিনেত্রী।