মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদি (Photo Credit: PTI)

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি: শিয়রে বিধানসভা নির্বাচন (2021 West Bengal Assembly Election)। রাজনৈতিক কর্মকাণ্ড ঘিরে যাতে রাজ্যে করোনার (Coronavirus) প্রকোপ নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি নির্বাচনের প্রাক্কালে মাস্টারস্ট্রোক হিসেবে বিনামূল্যে টিকাকরণের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। রাজ্যবাসীর জন্য প্রচুর সংখ্যক প্রতিষেধকের প্রয়োজন রয়েছে। রাজ্যের সমস্ত সরকারি এবং আধা-সরকারি কর্মচারীরা যাতে টিকা পান, সেই বিষয়টিও উল্লেখ রয়েছে চিঠির মধ্যে। আরও পড়ুন: Mamata Banerjee: 'বিজেপিতে মেয়েরা সুরক্ষিত নয়, বাড়ির মা-বোনেদের ওই দলে পাঠাবেন না', ডানলপের সভায় মমতা ব্যানার্জি

চিঠিতে লেখা রয়েছে, রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে করোনা প্রতিষেধক দিতে চায় সরকার। ভোটাররা করোনার টিকা ছাড়াই যাবেন ভোটকেন্দ্রে। এই কারণে বেসরকারি সংস্থার থেকে টিকা কেনার অনুমতি চেয়ে নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মমতা। তিনি লেখেন, "আমাদের মনে হয় নির্বাচনের আগে যত বেশি সংখ্যক সম্ভব ভোটারদের টিকা দিয়ে দেওয়া উচিত। তাহলে নির্বাচনে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমবে।"

নির্বাচনের আগে গোটা রাজ্যে করোনার গণটিকাকরণের কাজ শুরু করতে চায় রাজ্য সরকার। সেকারণেই বিপুল সংখ্যক ভ্যাক্সিন কেনার বিষয়টি নিয়ে চিঠি লেখেন মমতা ব্যানার্জি। উদ্দেশ্যটি ভাল হলেও বিরোধীরা এটিকে নির্বাচনী কৌশল বলে আক্রমণ করতে পিছপা হলেন না।