নারায়ণগড়, ২৭ মার্চ: নারয়ণগড়ে সভা থেকে বিজেপিকে তুলোধনা মমতার। বললেন, “মা বোনেরা সাবধান বিজেপির হাতে স্টেনগান। খেলতে হবে জিততে হবে, বিজেপিকে মাঠের বাইরে বের করে দিতে হবে। হায়দরাবাদ থেকে এল গাই সাথে এল বাংলার দালালভাই। আমরা ফ্রি অ্যান্ড কেয়ার ইলেকশন চাই। এটা বাংলা, বিহার বা উত্তরপ্রদেশ নয়। অমিত শাহ ইনস্ট্রাকশন দিয়ে দাঙ্গা করায়। নিজের বেলায় হোঁদল কুতকুত গালফোলা গাল টুস টুস একেবারে টুসটুসে। যেন ভাজা মাছটা উলটে খেতে জানে না। অমিত শাহর চোখ দিয়ে যেন রক্ত বেরচ্ছে। এত ডেঞ্জারাস, বাপরে বাপ। আমি চাই আপনি যেন একটু ভদ্র হন। শুধু মানুষের রক্ত নিয়ে খেলা করেন কেন? হাতে রক্ত রাঙা। গুজরাটে অনেক মানুষকে খুন করেছেন।দিল্লিতে করেছেন উত্তরপ্রদেশে করেছেন। লজ্জা করে না। আমি একা লড়াই করছি। আর ওরা ১ হাজার গুন্ডা পাঠিয়েছে।” আরও পড়ুন-WB Assembly Elections 2021:পটাশপুরের বোমাবাজিতে পাকিস্তানি যোগের অভিযোগ শুভেন্দুর
তিনি আরও বলেন, “শান্তিতে দোল খেলবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেবেন। আসুন ১ এপ্রিল বিজেপিকে এপ্রিল ফুল বানিয়ে ভোটবাক্স থেকে খালি করে দিন। মা বোনেরা বেঁধে জোট, জোড়াফুলে দাও ভোট। কাউন্টিংয়ের সময় বাইরের কিছু খাবেন না। পুলিশ যদি বলে আপনারা চলে যান আমরা আছি এখানে। যাবেন না। উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে বিজেপির পুলিশ আসছে। বিজেপিকে আমি রক্তের হোলি খেলি না। সবুজাভ আবীর খেলি। লজ্জা করে না বাংলা দখল করতে হবে। মমতাকে হারাতে হবে, কোনও দিন পারবেন না যান ভাগুন। লড়াই লড়াই লড়াই চাই এ লড়াইয়ের নেত্রীকে মা বোনেরা আবার কে।”