Arvind Kejriwal, Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২৩ মে: দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রীয় সরকারের অর্ডিন্যান্সের বিরোধিতা করবে তার দল, এমন কথাই জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার বিকেলে নবান্নে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে পাশে নিয়ে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হলেন মমতা । আপ নেতা-মন্ত্রীদের পাশে বসিয়ে মমতা দেশের সব বিরোধী দলগুলোকে এক হওয়ার আহ্বান জানালেন। নীতীশের পর মমতার সমর্থন আদায় করলেন কেজরিওয়াল। এবার দিল্লির মুখ্যমন্ত্রী যাবেন মহারাষ্ট্রে এনসিপি ও শিবসেনার শীর্ষনেতাদের সঙ্গে আলোচনা করতে।

নবান্নে মমতা, কেজরি, মানদের সঙ্গে বৈঠকে ছিলেন দিল্লির শিক্ষামন্ত্রী আতিশী ও দুই আপ সাংসদ রাঘব চাড্ডা, সঞ্জয় সিং। বিজেপি ডবল ইঞ্জিন নয়, ট্রাবল (সমস্যা) ইঞ্জিন সরকার বলে কটাক্ষ করলেন মমতা। নবান্নে দিদির সঙ্গে বৈঠকের সাংবাদিকদের সামনে কেজরিওয়াল বললেন, বিজেপি গণতন্ত্রকে উপহাসে পরিণত করেছে।

দেশের বিভিন্ন রাজ্যে বিরোধী সরকারদের বিরক্ত করার জন্য রাজ্যপালদের কাজে লাগাচ্ছে বিজেপি। এমন দাবি করেন মমতা। এরপর নবান্নে কেজরি, মানদের পাশে বসে মমতা বললেন, বিজেপি বিধায়ক কিনে, সিবিআই-ইডিদের অন্যায়ভাবে কাজে লাগিয়ে বিরোধী সরকারদের ভাঙার খেলা খেলে।

দিল্লি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে পাশে পেতে কলকাতায় ছুটে আসেন অরবিন্দ কেজরিওয়াল। পঞ্জাবে তাঁর দলের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির শিক্ষামন্ত্রী আতিশী মার্লেনা ও আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে নিয়ে নবান্নে মমতার সঙ্গে বৈঠক করলেন কেজরিওয়াল। এদিন দুপুরে দমদম বিমানবন্দরে নেমেই সোজা দিদির কাছে নবান্নে ছুটে আসেন কেজরি।

দেখুন ভিডিয়ো

দিল্লির প্রশাসনিক ক্ষমতা নিয়ে কেন্দ্রের অর্ডিন্যান্স রাজ্য়সভায় পাশ হওয়ার রুখতে বিজেপি বিরোধী সব দলের নেতা-মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন বলে কেজরিওয়াল আগেই জানিয়েছিলেন। ইতিমধ্যেই দিল্লির প্রশাসনিক ক্ষমতা ইস্যুতে জেডি (ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সমর্থন আদায় করেছেন কেজরিওয়াল।