কলকাতা, ৭ এপ্রিল: রাজ্যে করোনায় (Coronavirus) মৃতের সংখ্যা বেড়ে ৫। মঙ্গলবার নবান্নে ভিডিও কনফারেন্সে বৈঠক করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। রাজ্যে আক্রান্তের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ৬৯। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ জন। এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের অ্যাডভাইসরি কমিটির চেয়ারম্যান নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক ব্যানার্জি (Abhijit Banerjee)।
Flower markets in the state to open from tomorrow so that wholesale suppliers can supply directly to the markets. Police will not stop them: West Bengal CM Mamata Banerjee https://t.co/bQ2KabkwXr
— ANI (@ANI) April 7, 2020
সোমবার মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃতের সংখ্যা ৩। কিন্তু পরে খতিয়ে দেখা গিয়েছে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। বুধবার থেকে কলকাতায় ফুলের মার্কেট খোলা হবে। ছোট ফুল ব্যবসায়ীরা লকডাউনের জেরে ব্যপক ক্ষতির মুখে, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন তিনি। অন্যদিকে, বিড়ি শ্রমিকেরাও সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করতে পারবেন। এদিন করোনার ৭টি হটস্পটের কথাও উল্লেখ করেন মমতা ব্যানার্জি। তবে সেগুলো কোনগুলি সেই বিষয়ে কোনও স্পষ্ট তথ্য দেননি তিনি। আরও পড়ুন: Sonia Gandhi: করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদিকে পাঁচ পরামর্শ সোনিয়া গান্ধির
পাশাপাশি রেশনের সামগ্রী দেওয়ার সময় শাসক দলের নাম উল্লেখ করা যাবে না, সে বিষয়েও কড়া বার্তা দিলেন মমতা ব্যানার্জি। রাজ্যে খোলা হবে কিষাণ মান্ডি। তবে কোথাও ভিড় জমানো যাবে না, এনিয়ে আরও একবার সতর্ক করলেন মমতা ব্যানার্জি। অন্যদিকে কিছুটা হলেও আশ্বস্ত করেছেন অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। এখনই আতঙ্কিত হওয়ার মত পরিস্থিতি আসেনি বলে জানান তিনি। মাস্ক, স্যানিটাইজার সঠিক স্থানে সঠিকভাবে ব্যবহারের কথাও উল্লেখ করেন এদিন তিনি।