Mamata Banerjee On SSC Verdict (Photo Credit: Facebook)

কলকাতা, ৩ এপ্রিল: বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসির প্যানেল (SSC) বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে ২৫ হাজার মানুষের চাকরি বাতিল হয়েছে। ২০১৬ সালে গঠিত একটি গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে নতুন প্যানেল গঠন করতে হবে। আগামী ৩ মাসের মধ্যে এই নতুন প্যানেল গঠন করতে হবে বলে আদালতের তরফে জানানো হয়। যা নিয়ে কার্যত শোরগোল শুরু হয়ে যায় গোটা রাজ্য জুড়ে।

শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ সামনে আসার পর সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন,  জাজমেন্ট যেমন বিরুদ্ধে গেছে, তেমনি জাজমেন্ট ২টি পথ দেখিয়ে দেখিয়েছে। আমরাও রেকর্ড খুঁজে বের করব। ২০১৬ সালে কারা কারা মন্ত্রী ছিলেন, খুঁজে বের করা হবে। কাউকে তো পৃথকভাবে দোষী করা হয়নি আদালতের তরফে। ফলে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

শুনুন কী বললেন মুখ্যমন্ত্রী...

আরও পড়ুন: West Bengal SSC Recruitment: এক ঝটকায় ২৫ হাজার চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট, এসএসসির ২০১৬ সালের প্যানেল বাতিল করে নতুন করে গঠনের নির্দেশ

এসবের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, চাকরি বাতিলের জেরে অনেকে ডিপ্রেশনে চলে যাচ্ছেন। কোনও অঘটন ঘটলে, তার দায় কে নেবেন বলে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। আমাদের আইনজীবীরা নিজেদের মত করে রিভিউ করবেন। এসবের পাশাপাশি যাঁদের চাকরি গিয়েছে তাঁরা নিজেরা 'ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন' তৈরি করুন বলেও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্য়োপাধ্যায় আরও বলেন, যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের কাউকে মায়ের চিকিৎসা করাতে হয়। কেউ বাড়ির লোন নিয়েছেন। কেউ গাড়ির লোন নিয়েছেন। কারও ছেলে মেয়ে ভাল স্কুলে পড়ে। কারও ছেলে মেয়ে বাইরে পড়ে। এই পরিবারগুলি যদি অচল হয়ে যায়, তাহলে বিজেপি, সিপিএমকে তার দায় নিতে হবে। মানবিকতার স্বার্থে এই বঞ্ছিতদের পাশে তিনি দাঁড়াবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

এরপরই সিপিএম, বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাকেই শুধুমাত্র নিশানা করা হচ্ছে। বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নিয়ে কারও মাথা ব্যাথা নেই। বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে, গণতন্ত্রকে ধ্বংস করতে এই সমস্ত কাজ কর্ম করা হচ্ছে বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।