উত্তরবঙ্গের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি:ANI)

নয়াদিল্লিঃ শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৫ যাত্রীর। আহত কমপক্ষে ৩০ জন। সোমবার সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির চালক, সহ চালক এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের। সকালেই এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে উত্তরবঙ্গ রওনা দিচ্ছেন সে কথাও জানিয়েছিলেন। এ ছাড়া উদ্ধারকার্যের জন্য স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশও দেন। আজ, সোমবার বিকেলে উত্তরবঙ্গ যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেল ও কেন্দ্রীয় সরকারের উপর ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এই দুর্ঘটনার জন্য রেলকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন মমতা। তাঁর কথায়, "রেল কার্যত অনাথ হয়ে গিয়েছে। যাত্রী সুরক্ষার কথা ভাবে না রেল, স্বাচ্ছন্দ্যের তো বালাই-ই নেই। এই দুর্ঘটনা আরও মারাত্মক হতে পারত।" শুধু তাই নয়, রেলকর্মীদের দুর্দশার কথা তুলে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান মমতা। তিনি বলেন, "আমি প্রাক্তন রেলকর্মীদের হিসেবে সবটাই জানি। রেলকর্মীদের পেনশন প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। আমি রেলকর্মীদের পাশে আছি।" শেষে বিজেপি সরকারকে একহাত নেন মমতা। বলেন, "সরকার শুধু রিগিং এবং হ্যাকিংয়ে ব্যস্ত, অন্যান্য দিকে খেয়াল নেই।" প্রসঙ্গত, সোমবার বিকেল ৪ টে নাগাদ বাগডোগরার উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে পৌঁছে প্রথমে উত্তরবঙ্গে মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে রেল দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করবেন তিনি।

দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়