Left Trade Union Workers Detained (Photo Credit: X)

কলকাতা: পশ্চিম মেদিনিপুরে (Midnapore) ট্রেড ইউনিয়ন কর্মীদের আটক করা হয়েছে। বামপন্থী ট্রেড ইউনিয়ন কর্মীরা (Left Trade Union Workers) মেদিনিপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে বাস চলাচল বন্ধ করার চেষ্টা করছিলেন, যার ফলে তাঁদের আটক করা হয়। কেন্দ্রীয় ও সেক্টরাল ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত ২৫ কোটিরও বেশি শ্রমিক নতুন শ্রম আইন এবং বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ন্যূনতম ২৬,০০০ টাকা মজুরি এবং পুরাতন পেনশন প্রকল্পের মতো দাবি আদায়ের জন্য আজ ভারত বন্ধের (Bharat Bandh) ডাক দিয়েছেন ইউনিয়ন নেতারা। আরও পড়ুন: Bharat Bandh 9th July: বুধবার ভারত বন্‌ধ, ধর্মঘটের প্রভাব পড়বে কোন কোন পরিষেবায়? জানুন বিস্তারিত

দেশজুড়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন (যেমন AITUC, CITU, INTUC, SEWA) সহ বিভিন্ন সংগঠনের প্রায় ২৫ কোটি শ্রমিক এই বনধে অংশ নিয়েছেন। তাঁরা নতুন শ্রম কোডগুলির বিরুদ্ধে প্রতিবাদ করছেন।

নতুন শ্রম কোড

নতুন কোডগুলি ধর্মঘটের অধিকার সীমিত করে এবং ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়াকে জটিল করে। ধর্মঘটের জন্য ১৪ দিনের নোটিশ এবং সরকারের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। কিছু ক্ষেত্রে কাজের সময় ৮ ঘণ্টা থেকে বাড়িয়ে ১২ ঘণ্টা করার প্রস্তাব রয়েছে, যা শ্রমিকদের উপর চাপ বাড়ায়। বড় কোম্পানিগুলোতে ছাঁটাইয়ের জন্য সরকারের অনুমতির প্রয়োজনীয়তা কমানো হয়েছে। নতুন কোডগুলিকে ‘শ্রমিক-বিরোধী’ এবং ‘কর্পোরেট-পক্ষপাতী’ বলে দাবি তুলেছেন শ্রমিকরা।