ভারত বনধ(Photo Credits: PTI)

কলকাতাঃ আগামিকাল বুধবার, ৯ জুলাই ভারত বন্‌ধ (Bharat Bandh)। এই বন্‌ধের ডাক দিয়েছে কৃষক ও গ্রামীণ শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন (Trade Union) সমন্বয় কেন্দ্র ও দেশের দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের যৌথ মঞ্চ। কেন্দ্রীয় সরকারের (Central Government) শ্রমিক-কৃষক নীতির বিরোধিতা জানিয়ে মূলত এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ট্রেড ইউনিয়নগুলির দাবি, এই বন্‌ধে অংশ নিতে চলেছেন দেশের ২৫ কোটির বেশি শ্রমিক।

আসুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে এই ধর্মঘটের প্রভাব পড়তে পারে? কোন ক্ষেত্রে পড়বে না প্রভাব? 

যান চলাচলঃ বন্ধের কারণে বিভিন্ন রাজ্যেই যানজটের সৃষ্টি হতে পারে। অবরোধের কারণে ভেঙে পড়তে পারে গণ পরিবহণ ব্যবস্থা। দুর্ভোগে পড়তে পারেন নিত্যযাত্রীরা।

ব্যাঙ্ক পরিষেবাঃ বন্ধে কারণে ব্যাহত হতে পারে রাষ্ট্রায়ত্ত ও সমবায় ব্যাঙ্কগুলির পরিষেবা। তবে বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই আশঙ্কা নেই।

সরকারি প্রতিষ্ঠানঃ ইতিমধ্যেই নবান্নের তরফে জানানো হয়েছে আগামিকাল রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে।

বিদ্যুৎ পরিষেবাঃ দেশের ২৭ লক্ষের বেশি বিদ্যুৎ কর্মী এই বন্ধে যোগদান করতে পারে। তাতে ভেঙে পড়তে পারে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা।

কী কী খোলা থাকতে পারে?

বেসরকারি অফিসঃ এই বন্‌ধের কোনও প্রভাব পড়বেনা বেসরকারি সংস্থাগুলিতে। তবে যান চলাচল স্বাভাবিক না থাকলে অফিস এ পৌঁছতে অসুবিধা হতে কর্মীদের।

হাসপাতাল ও জরুরি পরিষেবাঃ এই ধর্মঘটের কোনও আঁচ পড়বে না স্বাস্থ্য পরিষেবায়। অ্যাম্বুল্যান্স এবং ফায়ার ব্রিগেড-সহ সমস্ত জরুরি পরিষেবা স্বাভাবিক থাকবে।

রেল ও মেট্রো পরিষেবাঃ এই বনধের জন্য রেলের তরফে কোনও নির্দেশিকা দেওয়া হয়নি। তাই ধরে নেওয়া হচ্ছে স্বাভাবিক থাকবে ট্রেন ও মেট্রো পরিষেবা। তবে রেললাইনে কোনওরকম অবরোধ হলেট্রেন চলাচল ব্যহত হতে পারে।

শিক্ষা প্রতিষ্ঠান: আগামিকাল বেশিরভাগ স্কুল, কলেজ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে আশা করা হচ্ছে।

বুধবার ভারত বন্‌ধ, ধর্মঘটের প্রভাব পড়বে কোন কোন পরিষেবায়? জানুন বিস্তারিত