কলকাতা, ১৫ নভেম্বর: সাত সকালে পথ দুর্ঘটনা (Road accident) কলকাতায় (Kolkata)। মৃত্যু হল এক মহিলার। সিগন্যাল ভেঙে দ্রুত গতির একটি গাড়ি ধাক্কায় মারে ওই মহিলাকে। আজ সকালে ইএম বাইপাসের (Eastern Metropolitan Bypass) কাদাপাড়া মোড়ে ঘটে এই দুর্ঘটনাটি। চালক ও আরোহীকে আটকে মারধর করেছেন স্থানীয় লোকজন। মৃতের নাম গৌরী দে। তাঁর বাড়ি দত্তাবাদে।
এবিপি আনন্দর খবর অনুযায়ী, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ ভোর ৫টা নাগাদ সল্টলেকের দিক থেকে আসা গাড়িটি সিগন্যাল ভেঙে বেপরোয়া গতিতে এসে ফুটপাথে উঠে ওই মহিলাকে পিষে দেয়। চালক পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে আসলে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। কাদাপাড়া মোড়ে অবরোধ চলে।আরও পড়ুন: Fire in Kolkata: কালীপুজোর রাতে আগুনে ভস্মীভূত নিউটাউনের গৌরাঙ্গ নগর এলাকার একাধিক ঝুপড়ি
ঘটনার তদন্ত শুরু হয়েছে, চালক সহ ২ জনকে আটক করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।