Kolkata: লাদাখে শহিদ রাজ্যের বাসিন্দা ২ জওয়ানের পরিবারকে আর্থিক সাাহায্য ও চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo: ANI)

কলকতা, ১৭ জুন: লাদাখের গালওয়ান উপত্যকায় (Galwan Valley) ভারত-চিন সেনার সংঘর্ষে (India-China Face-Off) নিহত হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান। সেই তালিকায় রয়েছেন রাজ্যের বাসিন্দা দুই জওয়ান। বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা রাজেশ ওরাং (Sepoy Rajesh Orang) ও আলিপুরদুয়ারের বিন্দীপাড়ার বাসিন্দা বিপুল রায় (Bipul Roy)। এই দুই জওয়ানের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। এছাড়াও শহিদ দুই জওয়ানের পরিবারকে এককালীন ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

টুইটে মমতা ব্যানার্জি লেখেন, "দেশ শোকগ্রস্ত পরিবারের ও জওয়ানদের সর্বোচ্চ ত্যাগের ক্ষতিপূরণ দিতে পারে না। এই কঠিন সময়ে আমাদের মাটির পুত্রদের পাশে দাঁড়িয়েছি। এই বিষয়ে, আমরা মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেব।" তিনি লেখেন, "গালওয়ানে শহিদ বীর পুরুষদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। শহিদ জওয়ানদের মধ্যে দু'জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁরা হলেন-সিপাহী রাজেশ ওরাং এবং বিপুল রায়।" আরও পড়ুন: Narendra Modi on India-China Face-Off: ভারত শান্তি চায়, কিন্তু উস্কানি দিলে যে কোনও উপায়ে জবাব দেওয়ার জন্য সক্ষম, চিনকে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

রাজেশ বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা। ৫ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন। এরপর থেকেই তিনি লাদাখে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে তাঁর মৃত্যুর খবর সেনার তরফে ফোন করে জানানো হয়।