Mamata Banerjee (Photo Credit: FB)

কলকাতা, ২৩ সেপ্টেম্বর: এবার আরও বহর বাড়ল কন্যাশ্রীর (Kanyashree )। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal)  এই প্রকল্পে এবার ৩ কোটি আবেদনপত্রকে অনুমোদন করা হল। অর্থাৎ এবারে যে আবেদনগুলি অনুমোদন পেয়েছে, তার জেরে ৩ কোটি বঙ্গ কন্যা কন্যাশ্রীর আওতাভুক্ত হবে বলে খবর। পশ্চিমবঙ্গের মেয়েদের সার্বিক উন্নতির জন্যই কন্যাশ্রী প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই প্রকল্পের অধীনে ৩ কোটি আবেদনকে অনুমোদন দিয়ে, বহু কন্যা সন্তানকে এর আওতায় আনা হচ্ছে।

সূত্রের খবর, রাজ্য জুড়ে যে ১৮,১৮৩টি সরকারি স্কুল রয়েছে, সেখানে পাঠরত ছাত্রীদের কন্যাশ্রী প্রকল্পের অধীনে আনা হয়েছে। যার জেরে যে আবেদনগুলি জমা পড়েছিল, তার মধ্যে কে-১, কে-২ এবং কে-৩, এভাবে নামকরণ করে কিশোরী কন্যাদের কন্যাশ্রী প্রকল্পের অধীনে আনা হচ্ছে।

১৩ থেকে ১৯ বছর বয়সী ছাত্রীদেরই কন্যাশ্রী প্রকল্পের অধীনে নিয়ে আসা হয় পশ্চিমবঙ্গ সরকারের মহিলা এবং সমাজকল্যাণ দফতর রয়েছে, তার তদারকিতে। ২০১৩ সাল থেকে কন্যাশ্রী প্রকল্প শুরু করে পশ্চিমবঙ্গ সরকার। ২০১৭ সালে রাজ্য সরকারের এই প্রকল্প রাষ্ট্রসংঘের (UN) পুরস্কার গ্রহণ করে। ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে অধীনে এই প্রকল্পের পুরস্কারপ্রাপ্তি হয়। ১৩ থেকে ১৯ বছরেরে মেয়েরা, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের সন্তান, তাদেরই এই প্রকল্পের আওতাভুক্ত করা হয়।