কলকাতা, ৬ জুলাই: হিন্দুদের (Hindu) আরাধ্য দেবী কালী-কে নিয়ে মন্তব্য করায় বিতর্কে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra)। কালী নিয়ে মহুয়া মৈত্র যা বলেছেন, তা তাঁর একান্ত ব্যক্তিগত মত। তৃণমূলের এমন বিবৃতির পর দলের ট্যুইটার হ্যান্ডেল থেকে দলের অফিসিয়াল সাইট 'আনফলো' করেন সাংসদ। তবে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) 'ফলোয়ারের' তালিকায় এখনও মহুয়ার নাম রয়েছে। কালী নিয়ে মহুয়া যা বলেছেন, তার দায় তৃণমূল কংগ্রেস এড়াতে পারে না বলে দাবি করা হয় বিজেপির তরফে। মহুয়ার মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে হয় 'বরখাস্ত' না হলে 'সাময়িক বহিষ্কার' করা হোক বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কালী বিতর্কে মহুয়া মৈত্রর নাম নিয়ে যখন চাপানউতোর চলছে, সেই সময় ফের ট্য়ুইট করলেন তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ।
আরও পড়ুন: Kaali: 'মহুয়াকে বহিষ্কার বা বরখাস্ত করুক তৃণমূল', 'কালী' বিতর্কে দাবি বিজেপির সুকান্তর
Jai Ma Kali!
The goddess Bengalis worship is fearless & non-appeasing.
— Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022
মহুয়া 'জয় মা কালী' বলে ট্য়ুইট করেন। পাশাপাশি যে দেবীকে বাঙালি কালী রূপে পুজো করেন, তিনি অকুতোভয় বলে বর্ণনা করেন মহুয়া।