Gangasagar Mela (Photo Credit: X/Screengrab)

Indian এবারের গঙ্গাসাগর মেলা’কে কেন্দ্র করে রেলের কমার্শিয়াল বিভাগ, কাকদ্বীপ ও নামখানায় মোট ২৩ লক্ষ ৮৪ হাজার আটশো ৬১ টাকা আয় করেছে। পূর্ব রেলের তথ্য অনুসারে, ১২ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত কাকদ্বীপ শাখায় রেলের মোট আয় হয়েছে ১৫.৯০,৪১১ টাকা ও নামখানা বিভাগে মোট আয় হয়েছে ৭,৯৪,৪৫০ টাকা।

মেলা চলাকালীন কাকদ্বীপে পাঁচটি এবং নামখানায় পাঁচটি অতিরিক্ত টিকিট কাউন্টার চালু করা হয়েছিল পূর্ব রেলের তরফে। রাখা হয়েছিল অতিরিক্ত বুকিং ক্লার্ক। পাশাপাশি এম- #UTS নামে একটি নতুন উদ্যোগ নেওয়া হয় যেখানে বুকিং ক্লার্করা যাত্রীদের কাছে গিয়ে সরাসরি টিকিট ইস্যু করেন যা প্রবীণ ও নিত্য যাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

এ ছাড়া Operations বিভাগ এবারে শিয়ালদা থেকে নামখানা ও কাকদ্বীপের মধ্যে মোট একশো দুটি ট্রেন চালায়।সময়ানুবর্তিতা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে রেল সূত্রের খবর।

এছাড়া শিয়ালদা, কাকদ্বীপ এবং নামখানায় প্রস্তুত ছিল মেডিক্যাল বুথ এবং অ্যাম্বুলেন্স। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শিয়ালদায় ২৮টি এবং নামখানায় ২২টি অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার আশঙ্কায় বারুইপুর, লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদায় ওভারহেড তার সমস্যার জন্য প্রস্তুত রাখা হয়েছিল টাওয়ার ওয়াগন। এছাড়াও ইলেকট্রিক্যাল, সিকিউরিটি, ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল প্রভৃতি দপ্তরের তৎপরতায় এবারের গঙ্গাসাগর মেলায় শিয়ালদা ডিভিশন নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।