চন্দ্রমৌলী বিশ্বাস(ছবিঃX)

কলকাতাঃ বাংলার রক সঙ্গীতে্র জগতে ফের নক্ষত্রপতন। মৃত্যু জনপ্রিয় বাংলা ব্যান্ড((Bangla Band) ‘ফসিলস’-এর (Fossils) প্রাক্তন সদস্য চন্দ্রমৌলী বিশ্বাসের (Chandramouli Biswas)। রবিবার ওয়েলিংটনের ইন্ডিয়ান মিরর স্ট্রিটে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। চন্দ্রমৌলীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া সঙ্গীত জগতে। জানা গিয়েছে, এদিন বন্ধু এবং ব্যান্ডের প্রাক্তন সদস্য মহুল চক্রবর্তীকে বাড়িতে ডাকেন চন্দ্রমৌলী। কিন্তু এরপর আর ফোনে যোগাযোগ করা যায়নি চন্দ্রমৌলীর সঙ্গে। বারবার যোগাযোগ করতে চেয়েও না পারায় চিন্তায় চন্দ্রমৌলীর বাড়িতে হাজির হন মহুল। সেখানে গিয়েই চন্দ্রমৌলীর ঝুলন্ত দেখতে পান মহুল।

বাংলা রক সঙ্গীতের জগতে নক্ষত্রপতন

পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকবছর ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলী। আর্থিক অনটন এবং পেশাগত অসন্তোষ ক্রমে গ্রাস করেছিল তাঁকে। ঘটোনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তবে তাতে তাঁর মৃত্যুর জন্য কাউকে দায়ী করেননি তিনি। প্রসঙ্গত,যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন চন্দ্রমৌলী। এরপর সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নেন। ২০০০ সাল থেকে ২০১৮ পর্যন্ত জনপ্রিয় ব্যান্ড 'ফসিলস' এর সঙ্গে যুক্ত দিলেন। বর্তমানে ‘গোলক’ এবং ‘জম্বি কেজ কন্ট্রোল’ নামে দুই ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

বাড়ি থেকে উদ্ধার বাংলা ব্যান্ড ফসিলসের প্রাক্তন সদস্যের ঝুলন্ত দেহ