কলকাতা, ২০ আগস্ট: Metro coaches to be manufactured in Pune: পুণে ( Pune) চলবে অ্যালুমিনিয়াম হালকা কোচের মেট্রো। এবার আর বিদেশ থেকে তৈরী হয়ে আসবে না মেট্রো। কলকাতার ( Kolkata) টিটাগড় ফায়ারমা কোম্পানি ( Titagarh Fierma Company) এই মেট্রো ট্রেনটি বানাবে। এই প্রথম ভারত তথা কলকাতায় তৈরী হতে চলেছে অ্যালুমিনিয়াম হালকা কোচ। মোট ১০২ টি কোচ সরবরাহ করবে বহুজাতিক এই কোম্পানিটি।
টিটাগড় গানস এন্ড ওয়াগানস মূলত ট্রেন বানিয়ে থাকার কাজ করে। রেল ওয়াগন তৈরির ক্ষেত্রে টিটাগড়ের নাম বহু উল্লেখযোগ্য। এরই আরেকটি শাখা হলো টিটাগড় ফায়ারমা কোম্পানি। এরা কাজ করে ইতালিতে ( Italy)। এই কোম্পানির ভাইস চেয়ারম্যান ললিত তেজওয়ানি ( Lalit Tejwani) সংবাদমাধ্যমে জানান, "পুণে মেট্রোর নকশা তৈরির দায়িত্ব রয়েছে তাঁদের কাছে। কোচ তৈরী করা, সরবরাহ করার দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। কোচের পরীক্ষানীরিক্ষাও করা হবে এই কোম্পানি থেকে"। আরও পড়ুন, MP Locket Chatterjee on Mid-Day Meal Issue:মিড-ডে মিলের পাতে নুন ভাত খাচ্ছে পড়ুয়ারা, ডিমের ২৫ হাজার টাকা উধাও, শেষ দেখে ছাড়ার হুমকি দিলেন লকেট চট্টোপাধ্যায়
টিটাগড় ফায়ারমা সূত্রে খবর, মোট ৩৪ টি ট্রেনের কোচ বানানোর বরাত পেয়েছে এই কোম্পানি। এর জন্য সময় লাগবে ১৬০ সপ্তাহ। খরচ হবে ১১০০ কোটি টাকা। এর মধ্যে যে বিশিষ্ট গুণগুলি থাকবে তা হলো-
১. মেট্রো ট্রেনটি ঘন্টায় ৯৫ কি. মি বেগে দৌঁড়তে সক্ষম।
২. ব্রেকিং সিস্টেমও যথেষ্ট উন্নতমানের।
৩. প্রযুক্তিগতভাবে অন্যান্য কোচের থেকে অনেক হালকা ও উন্নত।
৪. অ্যালুমিনিয়াম কোচ তৈরী হওয়ার কারণে এর বিদ্যুৎ খরচ অনেকটাই কম হবে।
৫. অত্যাধুনিক ডিজাইন।
৬. শীতাতপ নিয়ন্ত্রিত ও হিউমিডিটি কন্ট্রোল সিস্টেম।
৭. প্রতিটি কামরায় থাকবে সিসিটিভি ও ডিজিটাল রুট- স্টেশন ডিসপ্লে।
৮. প্রতিদ্বন্দ্বী যাত্রীদের জন্য থাকবে আলাদা ব্যবস্থা।
৯. থাকবে প্যানিক বটন।
১০. যাত্রীরা অসুবিধেই পড়লে মাইকে চালকের সঙ্গে কথাও বলতে পারবেন।