কলকাতায় এবার প্রাথমিক চিকিৎসা (First Aid Specialist Programe) বা ফার্স্ট এইড-এর ওপর বিশেষ ডিপ্লোমা কোর্স। আধুনিক জীবনে প্রাথমিক চিকিৎসার গুরুত্ব অনেকটা বাড়ছে। প্রাথমিক চিকিৎসার অভাবে বড় বিপদের ঘটনা বেড়েই চলেছে। আর তাই ফার্স্ট এইড-এর ওপর বিশেষ ডিপ্লোমা কোর্সের ব্যবস্থা করল First Aid Council of India। এক বছরের এই ডিপ্লোমা কোর্স করতে পারবেন দ্বাদশ শ্রেণী (১০+২) উত্তীর্ণরা। ১৮ থেকে ৫৫ বছরের ব্যক্তিরা রাজ্যের যে কোনও প্রান্ত থেকে First AID Specialist Program-এর ডিপ্লোমা কোর্সটি করতে পারবেন। অনলাইন এই কোর্সে পড়ুয়াদের সাহায্য করতে থাকবেন দেশের বিশিষ্ট চিকিৎসকরা। ফার্স্ট এইড কাউন্সিল অফ ইন্ডিয়া (FACI)-র স্বীকৃত এই কোর্সটি সফলভাবে সম্পূর্ণ করলে মিলবে 'ফার্স্ট এইড স্পেশালিস্ট'-এর শংসাপত্র। মেডিক্যাল পেশার সঙ্গে জড়িত না থাকলেও এই বিষয়ে আগ্রহ থাকলেই কোর্সটি করা যাবে।
এদিন কলকাতার রোটারি সদনে First Aid Council of India-এর কলকাতার শাখার এক বিশেষ অনুষ্ঠানে প্রাথমিক চিকিৎসা শেখার গুরুত্বের কথা তুলে ধরলেন চিকিৎসকরা। অনুষ্ঠানটিতে উপস্থিত থেকে নিজেদের বক্তব্য তুলে ধরেন ডক্টর প্রেম সাগর কিশোরী, বিকাশ মৌর্য, শ্যামল বরণ ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ডাক্তাররা। First Aid Council of India-এর কলকাতার শাখার প্রধান অমর ঘোষ জানালেন, এই কোর্সের মাধ্যমে একদিকে মানুষের জীবনকে সুরক্ষিত ও বাঁচানোর স্কিল বাড়ানো এবং অন্যদিকে, নতুন চাকরি-কর্মসংস্থান তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
কোর্সটি শেষ করা সফল পডুয়ারা তাদের ক্লিনিকে ওষুধ মজুত করার ছাড়পত্র পাবেন। পাশাপশি কোর্সটি করা হলে কেন্দ্রীয় অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প-উদ্যোগ (MSME) প্রকল্পে ৩ লক্ষ টাকা সরকারী লোন পাওয়া যাবে। কোর্সটিতে ৬০ শতাংশ প্র্যাকটিক্যাল ক্লাস থাকবে। যাতে পড়ুয়ারা একেবারে বাস্তবের পরিস্থিতির সঙ্গে লড়াই করার কৌশল শিখতে পারেন। ১ বছরের কোর্সটি মোট ৫০০ ঘণ্টার হবে। ই বুক, হার্ড কপি, ভিডিও-র মাধ্যমে ভাল করে ইংরেজি, হিন্দি সহ আঞ্চলিক ভাষায় First AID Specialist Program-এর ডিপ্লোমা কোর্সটি করা যাবে।
পাশাপাশি অমর ঘোষ জানালেন, শহর- গ্রাম-মফস্বল, রাজ্যের যে কোনও প্রান্তের যে কোনও স্তরের মানুষ এই কোর্সটি করতে পারেন। সমাজ ও ব্যক্তি জীবনের জন্য এই কোর্সটি খুবই উপযোগী হবে। ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয়-১) ঝাড়খণ্ড স্টেট ওপেন বিশ্ববিদ্যালয়, ২) এশিয়ান আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় (মণিপুর) ও ৩) অটল বিহারী বাজপেয়ী হিন্দি বিশ্ববিদ্যালয় (ভোপাল)-এর অধীনে কোর্সটি করানো হচ্ছে। এই কোর্সের পর সফল হওয়া ছাত্রছাত্রীদের কাজে নিয়োগে সহায়তা করা হবে।
যে কোনো আকস্মিক দুর্ঘটনায় প্রাথমিকভাবে হাতের কাছের জিনিস দিয়ে রোগীকে চিকিৎসা করা, যাতে ডাক্তার আসার আগে রোগীর অবস্থার অবনতি না ঘটে বা জটিলতা সৃষ্টি না হয় তাকে প্রাথমিক চিকিৎসা বলে।