নৈহাটিতে বড়মার মন্দিরে (Boroma Mandir) ইদানিং বেশ ভালোই ভিড় হচ্ছে। কালিপুজোর সময় এই মন্দির চত্ত্বরে ভক্তদের বেশ ভালোই ঢল নামে। মানুষের ভিড় থাকে অন্যসময়ের থেকে অনেকগুন বেশি। আর সেই ভিড়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) মঙ্গলবারই নির্দেশ দিয়েছিলেন যেন মন্দিরের আশেপাশে পুলিশ ফাঁড়ি বা আউটপোস্ট খোলা হয়। তাঁর এই নির্দেশ মিলতেই ২৪ ঘন্টার মধ্যে ওই এলাকায় খোলা হল পুলিশ ফাঁড়ি। জানা যাচ্ছে, বারাকপুর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে মন্দিরের তৃতীয় তলায় খোলা হল এই আউটপোস্ট।
আউটপোস্টের দায়িত্বে থাকবেন একজন সাব ইনস্পেক্টর, সঙ্গে থাকবেন তিনজন এএসআই, ৮ জন কনস্টেবল ও ৮ জন সিভিক ভলেন্টিয়ার। বুধবার এই ফাঁড়ির উদ্বোধন করলেন বারাকপুরের পুলিশ কমিশনার অশোক রাজোরিয়া, নৈহাটি পুরসভার প্রধান তথা বড়মা পুজো কমিটির সভাপতি অশোক চট্টোপাধ্যায়, বারাকপুরের বিধায়ক সনৎ দে সহ অনেকে।