Representative Image (Photo Credit: File)

মুম্বই, ২৭ নভেম্বর: ঝকঝকে জীবন, চাকরি সব ছেড়ে মাত্র ২৫ বছরেই চলে গলেন বিমান চালক। সৃষ্টি তুলি নামের ওই বিমান চালকের মৃত্যুর ঘটনায় তাঁর প্রেমিক হিসেবে পরিচিত ব্যবসায়ী আদিত্য পন্ডিতকে গ্রেফতার করা হয়। দিল্লির (Delhi) ব্যবসায়ী আদত্য পন্ডিত বছর ২৫-এর সুন্দরী সৃষ্টি তুলিকে আত্মহত্যায় প্ররোচনা দেয় বলে অভিযোগ। সৃষ্টি তুলির মৃত্যুর পর তাঁর পরিবারের তরফে অভিযোগ করা হয় আদিত্য পন্ডিতের বিরুদ্ধে। আদিত্য পন্ডিত সৃষ্টিকে খুনের পর তা আত্মহত্যা (Suicide) বলে চালানোর চেষ্টা করছে বলে মৃতের পরিবারের অভিযোগ।

সোমবার আন্ধেরি পূর্বের ফ্ল্যাট  থেকে সৃষ্টি তুলির মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সৃষ্টিকে শারীরিকভাবে অত্যাচার করা হয়েছে। সৃষ্টির শরীরে একাধিক ক্ষতর দেখে মেলে। ফলে এয়ার ইন্ডিয়ার বিমান চালক সৃষ্টি তুলিকে শারীরিকভাবে হেনস্থার পর তাঁকে খুন করা হতে পারে বলে প্রাথমিক অনুমান।

রবিবার সৃষ্টির অন্ধেরির ফ্ল্যাট থেকে আদিত্য পন্ডিতের গলার শব্দ মেলে। দুজনের ঝগড়া হয়। তারপর অন্ধেরির ফ্ল্যাট থেকে বেরিয়ে আদিত্য় পন্ডিত দিল্লির উদ্দেশে রওনা দেয়। তুলিকে আশঙ্কাজনক অবস্থায় এরপর উদ্ধার করে মারোলের সেভেন হিলস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে ভর্তির পরই তুলিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এরপর তুলির পরিবারের অভিযোগের ভিত্তিতে আদিত্য পন্ডিতকে পুলিশ গ্রেফতার করে। আপাতত ৪ দিনের পুলিশ হেফাজতে রয়েছে আদিত্য। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, তুলি আত্মহত্যার তথ্যই সামনে এসেছে।