কলকাতা, ১৮ অগাস্ট: আরজি কর (RG Kar) হাসপাতালে কাণ্ডে এবার মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করলেন তিলোত্তমা (অভয়া)-র বাবা। মেয়ের খুন ও ধর্ষণের ঘটনায় প্রশাসনের ভূমিকায় হতাশাপ্রকাশ করে সংবাদসংস্থা ANI-কে তিনি বললেন, " মুখ্যমন্ত্রী বিচার দেওয়ার কথা বলছেন, কিন্তু যারা বিচার চাইছে সেইসব সাধারণ মানুষদের জেলে পাঠানোর চেষ্টা হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর ওপর সন্তুষ্ট নই। আমরা কোনওরকম ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছি।"
এর পাশাপাশি তিনি ক্ষোভের সুরে বলেন, " এখনও পর্যন্ত তদন্তের কোনওরকম ফল দেখতে পেলাম না। তবে আমরা আশা করছি আগামী দিনে পাবো। কলেজ বা সেখানের কোনও বিভাগ থেকে কেউ আমাদের কোনওরকম সহযোগিতা করেননি। পুরো ডির্পামেন্ট এর সঙ্গে জড়িত আছে। শ্মশানে তিনটি দেহ ছিল, কিন্তু আমাদের মেয়েকে সবার আগে দাহ করা হয়।"আরও পড়ুন- 'বিচার চাই', এক সুরে মিছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের
দেখুন ভিডিয়ো (ANI Video)
#WATCH | North 24 Parganas, West Bengal: Father of deceased doctor in the RG Kar Medical College and Hospital rape-death case says, "No results have come out of the inquiry that is being done. We hope we will get results... No one from the department or the college cooperated… pic.twitter.com/hyZwblJO7b
— ANI (@ANI) August 18, 2024
এদিকে, হাইকোর্টের পর আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার জল গড়াল সুপ্রিম কোর্টে (Supreme Court)। আরজি কর-কাণ্ডে এবার বড় পদক্ষেপ গ্রহণ করল দেশের সর্বোচ্চ আদালতের। মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল সুপ্রিম কোর্ট। ২০ অগাস্ট মামলা শুনবে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ। সোমবার আদালত বন্ধ। তাই মঙ্গলবার আদালত খুললে প্রথমেই আরজি করের মামলা শুনবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।