কলকাতা, ২৪ মেঃ একেবারে দেউলিয়া হলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) গ্রেফতার হওয়া বীরভূম জেলা তৃণমূল সভাপতির ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। অনুব্রত মণ্ডল, মেয়ে সুকন্যা মণ্ডল (Sukanya Mondal) এবং প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে-বেনামে থাকা ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বুধবার নিজের হেফাজতে নিল ইডি (ED)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সব মিলিয়ে মণ্ডল পরিবারের ১১ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষী মনীষ কাঠোরির সম্পত্তিও। পূর্বে তৃণমূল নেতার ১৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই (CBI)।
গরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) গ্রেফতার হয়ে গত বছর থেকেই জেলবন্দি কেষ্ট ( Anubrata Mondal)। সদ্য গরু পাচার মামলায় নাম জড়ায় অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার (Sukanya Mondal)। গ্রেফতার সুকন্যাও। বাবা-মেয়ে দুজনেই জেলবন্দি। বর্তমানে তাঁদের ঠিকানা দিল্লির তিহার জেল। একই জেলে কহেদি কেষ্টর হিসাবরক্ষী মনীষ কাঠোরি।
ইডির দাবি, বিগত কয়েক বছরে বিপুল পরিমাণ সম্পত্তি করেছেন অনুব্রত মণ্ডল ( Anubrata Mondal)। যার অধিকাংশই মেয়ে সুকন্যা মণ্ডল এবং প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে রয়েছে। বুধবার সেই বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কেষ্টর ১১ কোটির সম্পত্তির তালিকায় রয়েছে বোলপুরে একাধিক জমি, শিবশম্ভু ও ভোলে ব্যোম রাইস মিল।