Sheikh Shahjahan (Photo Credits: ANI)

প্রায় একবছর হতে চলল জেলবন্দি রয়েছেন সন্দেশখালির ত্রাস বহিস্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। আর তখন থেকেই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরের সামনে রাখা আছে বাজেয়াপ্ত হওয়া তিনটি বিলাসবহুল গাড়ি। যার মধ্যে দুটি এসইউভি এবং একটি জিপ রয়েছে। যা পড়ে পড়ে নষ্ট হচ্ছে। এবার সেই গাড়িগুলি নিলাম করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে এবার হাইকোর্টে আবেদন করল ইডি। আগামী ১৯ মার্চ সেই আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিজিও কমপ্লেক্সে অনাদরে পড়ে রয়েছে গাড়িগুলি

জানা যাচ্ছে, এই মামলায় তদন্তকারী আধিকারিকরা বিভিন্ন জায়গায় গিয়ে শাহজাহানের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। যার মধ্যে ছিল এই তিনটি গাড়ি। এরমধ্যে একটি গাড়ি শাহজাহানের নামে, একটি শেখ আলমগীরের নামে এবং তৃতীয়টি পঞ্জাবের একটি সংস্থার নামে মালিকানা রয়েছে। গাড়িগুলি বাজারমূল্য কমপক্ষে ২৭ লক্ষ টাকা। এরমধ্যে তৃতীয় গাড়িটি ২০২২ সালের ৬ জানুয়ারি কেনা হয়েছিল। জানা যাচ্ছে গাড়িগুলি আনার পর থেকেই অনাদরে রয়েছে।

রেশন দুর্নীতির টাকায় কেনা হয়েছিল গাড়িগুলি

ইডির দাবি গাড়িগুলি রেশন দুর্নীতির টাকায় কেনা হয়েছিল। ফলে গাড়িগুলি বিক্রি করলে তার টাকা ভালো কাজেই লাগানো হবে। সেই কারণে গাড়িগুলি নিলামে তুলতে চায় ইডি। আর সেই আবেদন ইতিমধ্যেই গ্রহণ করেছে আদালত