আরজি কর কাণ্ডের প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের (Democratic Youth Federation of India) বিক্ষোভ সমাবেশ ঘিরে উত্তাল দুর্গাপুর। অভিযোগ, তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে তাঁদের মিছিলে হামলা চালানো হয়। পাল্টা প্রতিবাদ করে বাম ছাত্র সংগঠন। যার ফলে কার্যত রণক্ষেত্র পরিস্থিতি হয়ে ওঠে দুর্গাপুর। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জানা যাচ্ছে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ড পর্যন্ত এই মিছিল হওয়ার কথা ছিল। কর্পোরেশন মোড়ের কাছে গন্ডোগোলের সূত্রপাত। আচমকাই তাঁদের মিছিলে হামলা চালায় বেশকিছু মানুষ। ছোড়া হয় বোমা, ইট। লাঠি দিয়েও মারধর করা হয় বলে অভিযোগ। ডিওয়াইএফআই সূত্রের খবর, এই হামলায় কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। এমনকী সিপিএম পার্টি অফিসেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতার দাবি, কোনও হামলা চালানো হয়নি। এবং বোমা ছোড়ার দাবিও অস্বীকার করেন তিনি। বরং সিপিএমের কর্মীরা তাঁদের ওপরেই হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেন। অন্যদিকে এই হামলার প্রতিবাদে দুর্গাপুরে সিপিএম পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান নেতা কর্মীরা। এদিকে সকাল থেকে বিজেপির ডাকা বনধের কারণে উত্তপ্ত ছিল দুর্গাপুর এলাকা। একাধিক জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ ওঠে। যদিও ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।