Hilsa Fish (Photo Credit: ANI/X)

কলকাতা, ১৮ সেপ্টেম্বর: বাঙালির সবচেয়ে বড় উৎসব এই মাসেই। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো (Durga Puja 2025)। পুজো উপলক্ষ্য বাংলাদেশ (Bangladesh) থেকে ইলিশ (Hilsa Fish) মাছের প্রথম ব্যাচ এসেছে। হাওড়া মাছ বাজারে এসে পৌঁছেছে পদ্মার ইলিশ মাছ। যে ইলিশের স্বাদ অত্যন্ত সুস্বাদু কিন্তু দামে যেন ছ্যাঁকা লাগতে শুরু করেছে। পদ্মার ইলিশের যে ব্যাচ এসেছে, তার স্বাদ ভাল কিন্তু হাওড়া মাছ বাজারে যে দামে বিক্রি হচ্ছে, তা আকাশ ছোঁয়া বলে মনে করছেন ব্যবসায়ীরা।

জানা যাচ্ছে, বাংলাদেশ সরকার ১২০০ মেট্রিকটন ইলিশ সীমান্ত পার করে ভারতে আনার অনুমতি দিয়েছে। তবে প্রথম ব্য়াচে এসে পৌঁছেছে ৫০ মেট্রিকটন ইলিশ। ফলে বাকি ইলিশ কবে আসবে, সে বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কোনও খবর নেই।

বাংলাদেশের সঙ্গে ভারতের যে 'গুডউইল গেসচার' রয়েছে, তার দৌলতেই ভারতে এবার ১২০০ মেট্রিক টন মাছ আসছে বলে খবর। যার দাম প্রতি কেজিতে ১৯০০ থেকে ২ হাজার টাকা করে। যা নিয়ে ব্যবসায়ীদের মাথায় চিন্তা বাড়ছে।

আরও পড়ুন: Durga Puja 2025: গজে আসছেন দুর্গা, আগমনে ধরিত্রী শষ্য শ্যামল হয়ে উঠলেও দেবীর গমনে আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মনে

হাওড়া মাছ ব্যবসায়ীরা জানান, সুস্বাদু মাছ এসেছে। তবে দাম এত বেশি, তা দিয়ে যদি গ্রাহকরা কিনতে চান, তাহলেই মুনাফা করা যাবে। না হলে তাঁরা মুনাফা করতে পারবেন না বলে জানান বিক্রিতারা।