Durga Puja (Photo Credit: FB)

Durga Puja 2025: মহালয়া (Mahalaya 2025) ২১ সেপ্টেম্বর। মহালয়া পর কখন দেবীর বোধন হবে, তা নিয়ে মুখিয়ে থাকে আপামর বাঙালি। দেবীর আগমণে যত দেরি হয়, গমনে ততটাই তাড়াহুড়ো থাকে। তাই দেবীর আগমণ এবং গমনের মাঝে ৩ দিন থাকলেও, মানুষের যেন মন ভরে না। সারা বছর ধরে দুর্গা পুজোর বাঙালি যত না অপেক্ষা করে তাকে, বোধন হতে না হতেই যেন নিসর্জনের সুর বেজে ওঠে। তবুও ওই ৫ দিনেই মন ভরাতে হয়।

শত কষ্ট বুকে করে বাঙালি তাই বিসর্জেনের প্রস্তুতি নেয়। মাকে যেমন বুক দিয়ে আগলে বোধন করে, তেমনি বিষাদে ভরা চোখ নিয়েই বিসর্জনের ছন্দ মিলিয়ে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন গেয়ে ওঠে প্রত্যেক বাঙালি।

তবে দুর্গা পুজোর আগে যখন দিন গণনা চলে, সেই সময় দেবীর আগমণ এবং গমন নিয়েও নানা জল্পনা শুরু হয় মানুষের মধ্যে।

আরও পড়ুন: Durga Puja 2025: কলকাতার বনেদি দুর্গা পুজো কোনগুলি? শোভাবাজার রাজবাড়ি থেকে ঠনঠনিয়া, রইল সবকটির গল্প

দেবীর আগমণ কীসে হচ্ছে 

২০২৫ সালের ২৮ সেপ্টম্বর দুর্গা ঠাকুরের বোধন। দেবী এবার গজে আসছেন। গজ অর্থাৎ হাতির পিঠে চড়ে দেবী আসছেন, তখন সব শুভ জিনিসের উদয় হয়। দেবীর হাতি বা গজে আগমণ হলে, ধরিত্রী শষ্য শ্যামল হয়ে ওঠে। সুখ শান্তিতে ভরে ওঠে মনুষ্যকূল। দেবীর গজে আগমণ যেমন অনাবৃষ্টির ধারক নয়, তেমনি খরাও বহন করে না। পৃথিবী মানুষ সুখ, শান্তিতে বসবাস করেন দেবী দুর্গা গজে আগমণ হলে। তাই এবার দেবীর আগমণ অত্যন্ত শুভ বলেই মনে করছেন পণ্ডিতরা।

দেবীর গমন কীসে 

দেবী গজে এলেও যাচ্ছেন পালকি বা দোলায়। আর এখানেই তিন্তা বাড়ছে। দোলায় দেবীর আগমন বা গমন হলে, তার জেরে ভূমিকম্প, অতিমৃত্যু, মহামারী দেখা দেয় বলে মনে করেন পণ্ডিত ব্যক্তিরা। তাই দেবীর গনম দোলায় হচ্ছে বলে আগে থেকেই ধরাধামে নবানা ধরনের দুর্যোগের ইঙ্গিত বহন করছে বলে মনে করেন অনেকে।

অর্থাৎ দেবীর আগমন শুভ হলেও, গমনকে অত্যন্ত অশুভ বলেই মনে করা হচ্ছে।