Oldest Durga Puja (Photo Credit: FB)

Durga Puja 2025: হাতে মাত্র আর কয়েকদিন। তারপরই শুরু হবে দুর্গা পুজো (Durga Puja)। মহালয়ায় (Mahalaya 2025) যে আগমণী সুর বাজবে, তখন থেকেই দোলা লাগতে শুরু করবে বাঙালির মনে প্রাণে। দুর্গা পুজো মানে বাঙালির আবেগ। বাঙালির ভালবাসা। তাইতো পুজোর কয়েকটা দিন বাঙালি সব ভুলে যায় পুজোর টানে। প্রবাসীরাও এই সময় ঘরমুখী হন। তাই সবকিছু মিলিয়ে দুর্গা পুজো মানেই অন্যরকম কিছু। বাঙালির প্রাণের আবেগ, মনের আরাম।

আজ এমনই বেশ কিছু পুরনো দুর্গা পুজোর (Kolkata's Oldest Durga Puja) খোঁজ দেওয়া হবে। যার সঙ্গে নতুনত্বের ছোঁয়া না থাকলেও, মানুষের আবেগ জড়িয়ে। যেখানে গেলে শ্রদ্ধায়, ভক্তিতে আপনার মাথা নুইয়ে আসবে।

আরও পড়ুন: Durga Puja AI Models: কলকাতায় পুজোর বিজ্ঞাপনে দাপট রোবট সুন্দরীদের, মডেলদের চাহিদা কমাচ্ছে AI

কলকাতার (Kolkata) ঐতিহ্যবাহী দুর্গা পুজো 

কলকাতার সাবেকি পুজোর তালিকায় প্রথমেই পড়ছে শোভাবাজার রাজবাড়ির পুজো। রাজা নবকৃষ্ণ দেবের নাম এই রাজবাড়ির সঙ্গে জড়িয়ে। তাই শোভাবাজার রাজবাড়ির পুজোকে কলকাতা-সহ রাজ্যের অন্যতম বনেদি বাড়ির পুজো হিসেবে বিবেচনা করা হয়। পলাশির যুদ্ধের পর লর্ড ক্লাইভ এই শোভাবাজার রাজবাড়ির পুজোয় হাজির হন বলে জানা যায়।

রানি রাসমণির দুর্গা পুজোও, রাজ্যের পুরনো পুজোগুলির মধ্যে অন্যতম। ১৯ শতকে রানি রাসমণির হাত ধরে এই পুজোর সূচনা হয়। রানি রাসমণি দক্ষিণেশ্বের মন্দির যেমন তৈরি করেছিলেন, তেমনি এই বনেদি পুজোর প্রচলনও করেন।

শোভাবাজার রাজবাড়ির ছোট রাজবাড়ির পুজোও বনেদি পুজোর তালিকায় জায়গা পেয়েছে। তবে শোভাবাজার রাজবাড়ির পুজোর মহিমায় এই পুজোর স্বাদ থেকে অনেকেই বঞ্ছিত রয়ে যান।

ঠনঠনিয়ার দত্ত বাড়ির দুর্গা পুজোও পুরনো ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম। ১৫০ বছর ধরে এই পুজো চলছে। একচালায় মা দুর্গা পূজিত হন ঠনঠনিয়া দত্ত বাড়িতে। বর্তমানে যে সমস্ত থিম সর্বস্ব পুজো শুরু হয়েছে, তা থেকে এই পুজো বহু দূরে।

দক্ষিণ কলকাতার মল্লিক বাড়ির পুজো চলছে ১৭০ বছর ধরে। মল্লিক বাড়ির ঐতিহ্য মেনে বহু বছর ধরে এই পরিবার দুর্গা পুজো করছেন।

ছাতুবাবু, লাটুবাবুর পুজোকেও পুরনো পুজো হিসেবে ধরা হয়। ১৮ শতকে প্রথম এই পুজোর প্রচলন হয়। বাংলার ঐতিহ্য, সংস্কৃতির মেলবন্ধন ঘটে এই ছাতুবাবু, লাটুবাবুর পুজোয়।

পাথুরিয়াঘাটার ঘোষ বাড়ির পুজোকেও সাবেকি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। কলকাতার পুরনো ঐতিহ্য উঠে আসে এই পাথুরিয়াঘাটার ঘোষ বাড়ির পুজোয়।

জোড়াসাঁকোর দাঁউ বাড়ির পুজো চলছে দীর্ঘ কয়েক শতক ধরে। কলকাতার সাবেকি পুজোগুলির মধ্যে এটি অন্যতম। ১৭৫ বছর ধরে চলছে এই দাঁউ বাড়ির দুর্গা পুজো।

পাথুরিয়াঘাটার লাহাবাড়ির দুর্গা পুজোও সাবেকি পুজোগুলির মধ্যে পড়ে। ১৬০ বছর ধরে এই লাহা বাড়িতে দুর্গা পুজো চলছে।