Kolkata 66 Pally Durga Puja. (Photo Credits:X)

Durga Puja 66 Pally Pandal 2025: এবার পুজোয় রেকর্ড ভিড় দক্ষিণ কলকাতার ৬৬ পল্লী সর্বজনীন দুর্গোৎসবে। ৭৫তম প্ল্যাটিনাম জুবিলি উদযাপনে এবার ৬৬ পল্লীতে হাজির কেরল। এবার ৬৬ পল্লীর পুজো পুজোর মূল ভাবনার নাম দেওয়া হয়েছে,'শক্তিরূপা, দ্য মিস্টিক ডিভাইন'। কালীঘাট মেট্রো স্টেশনের পাশের এই মণ্ডপ সজ্জায় যোগ হয়েছে কেরলের প্রাচীন লোকশিল্প থেইয়ামের রূপ, যা দর্শনার্থীদের মন কাড়ছে। কেরলের ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য রূপও দেখা যাচ্ছে এই পুজোয়। কেরলের আদি ঐতিহ্য 'থেয়্যাম'নৃত্য দেখা যাচ্ছে এই পুজোয়। কালীঘাটের নেপাল ভট্টাচার্য্য স্ট্রিটের এই পুজোয় প্যান্ডেলের ভিতরে কেরল থেকে আসা থেয়্যাম শিল্পীরা প্রতিদিন অভিনয় ও নৃত্য পরিবেশন করছেন।

দেখুন মিনি কেরল থিমের প্য়ান্ডেলের ভিডিও

দেবতাদের জীবন্ত নৃত্য 'থেয়্যাম' হলো উত্তর মালাবারের (কেরল) একটি শতাব্দীপ্রাচীন আদি রীতি, যেখানে শিল্পীরা দেবতা বা পূর্বপুরুষদের রূপ ধারণ করে একটি মন্ত্রমুগ্ধকর নৃত্য-নাটক-সঙ্গীতের সমন্বয়ে অভিনয় করেন। এই অনুষ্ঠান ৮-১০ ঘণ্টা স্থায়ী হয় এবং এতে জীবন্ত চিত্রকলা, মুখোশ এবং উজ্জ্বল বস্ত্রের মাধ্যমে দেবতাদের আহ্বান করা হয়।

দেখুন প্য়ান্ডেলের ভিডিও

দেখুন ছবিতে

সম্পূর্ণ মণ্ডপটিকে একটি ঐতিহ্যবাহী কেরালীয় মন্দিরের আকারে গড়ে তোলা হয়েছে। কান্নুড়ের মন্দিরশৈলীর অনুসরণ করে, যা কেরালার 'বাস্তু বিদ্যা' থেকে অনুপ্রাণিত। প্যান্ডেলের ভিতরে কেরল থেকে আসা থেয়্যাম শিল্পীরা প্রতিদিন অভিনয় ও নৃত্য পরিবেশন করছেন। বাজেট প্রায় ২৫ লক্ষ টাকা। মণ্ডপের সাজসজ্জা, আলো-ছায়া এবং প্রতিটি শিল্পকর্ম দর্শকদের মন্ত্রমুগ্ধ করছে।