Rape Representational Image Photo Credit: File Image

বীরভূমে (Birbhum) এবার ধর্ষণের শিকার বিশেষভাবে সক্ষম এক মহিলা। গত মঙ্গলবার মূক ও বধির ওই মহিলাকে ধর্ষণ করেন স্থানীয় এক রাজনৈতিক দলের নেতা। এদিন ঘটনাটি ঘটে বীরভূমের মুরারাই থানা এলাকায়। এমনকী ঘটনার পর নির্যাতিতার পরিবারকে ওই নেতা ও তাঁর দলবল পুলিশের কাছে না যাওয়ার জন্য হুমকিও দেয়। যদিও সাহস করে স্থানীয় থানায় গিয়ে অভিযোগে দায়ের করেছে পরিবার। আর সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করেনি পুলিশ।

জানা যাচ্ছে, মঙ্গলবার ওই মহিলাকে ধর্ষণ করার পর থেকেই স্থানীয় নেতার পরিবার ও ঘনিষ্ঠজনেরা লাগাতার হুমকি দিচ্ছিল। বলা বাহুল্য, অভিযুক্ত নেতার স্ত্রী আবার একজন পঞ্চায়েত সদস্য। ফলে প্রভাব খাটিয়ে অভিযোগ থামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ওইদিনই রাতে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ও তাঁর পরিবার।

অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত

অভিযোগ, মহিলা বিশেষভাবে সক্ষম হওয়ার কারণে সুযোগ বুঝে অভিযুক্ত এই ঘটনা ঘটনায়। পরে নির্যাতিতা বাড়িতে এসে আকার ইঙ্গিতে বিষয়টি বোঝায়। তারপর রাতের দিকে মুরারাই থানায় গিয়ে অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত।