মহালয়া থেকেই কলকাতা শুরু হয়ে গিয়েছে পুজো। উদ্বোধন হয়ে গিয়েছে একাধিক হেভিওয়েট পুজোর (Durga Puja 2025)। তবে খাতায় কলমে দুর্গাপুজো শুরু হচ্ছে রবিবার থেকেই। নিয়ম অনুযায়ী মহাষষ্ঠী পূর্ণলগ্ন থেকেই শুরু হয় পুজোর সমস্ত রকম আচার অনুষ্ঠান। ফলে এদিন সকাল থেকেই ভক্তদের ভিড় দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। শ্রীভূমি থেকে হাতিবাগান, অন্যদিকে চেতলা অগ্রণী থেকে দেশপ্রিয় পার্ক সর্বত্র দর্শনার্থীর ভিড় দেখা যাচ্ছে চোখে পড়ার মতো। সেই সঙ্গে নিরাপত্তাও বাড়ানো হয়েছে শহরের বিভিন্ন প্রান্তে।

উত্তর থেকে দক্ষিণ ভিড় বাড়ছে মণ্ডপগুলি

দক্ষিণ কলকাতার একডালিয়া এভারগ্রিন, মুদিয়ালি ক্লাব, ৬৬-এর পল্লি, হিন্দুস্থান পার্ক, শিবমন্দির, রাজডাঙা উদয়ন সংঘ সহ একাধিক পুজোতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। অন্যদিকে হাতিবাগান সার্বজনীন, নলিন সরকার স্ট্রিট, কাশি বোস লেন, চালতা বাগান, লালাবাগান নবাঙ্কুর, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বেলা যত গড়াচ্ছে তত ভিড় বাড়ছে পুজোগুলির।

বাড়ানো হয়েছে নিরাপত্তা

এদিকে পুজোতে ভিড় বাড়ছে যেমন, তেমনই পুলিশি নিরাপত্তা যথেষ্ট বাড়ানো হয়েছে। বিভিন্ন জায়গায় কড়া নজরদরি রাখা হয়েছে পুজোগুলিতে। সবমিলিয়ে পুজো শুরু হয়ে গিয়েছে শহর কলকাতায়