কলকাতায় হু হু করে বাড়ছে ডেঙ্গি। ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে ডেঙ্গি নিয়ে। কলকাতায় ডেঙ্গির উপসর্গ নিয়ে আসা ১০০ জনের মধ্যে প্রায় ২৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। যেখানে রাজ্যের ক্ষেত্রে সংখ্যাটা ১০০ জনে ১২ জন।
রাজ্যের সাপ্তাহিক ডেঙ্গি রিপোর্টে দেখা যাচ্ছে, শহর কলকাতায় ডেঙ্গির পজিটিভিটি হার ২৪.৮%। গত সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে সংক্রমিত হয়েছেন মোট ৫ হাজার ৩৯৬ জন। বিগত বছরগুলির মোট আক্রান্তের রেকর্ড ভেঙে দিয়েছে চলতি বছরের ডেঙ্গি আক্রান্তের রেকর্ড। গোটা রাজ্যের দ্বিগুণ পজিটিভিটি রেট কলকাতায়! আরও পড়ুন- কেমন থাকবে শহরের তাপমাত্রা
স্বাস্থ্য দফতরের রিপোর্টে প্রকাশ, চলতি বছরের জানুয়ারি থেকে গত ২ নভেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে মোট আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫৭ জন।
এক নজরে রাজ্যে ডেঙ্গির পজেটিভিট রেট কত
কলকাতা: ২৪.৮%
জলপাইগুড়ি: ২৪.৫%
হুগলী: ২০.৮%
কালিম্পং: ১৯.৫%
আলিপুরদুয়ার: ১৭.৭%
মালদা: ১৭.৫%)
হাওড়া: ১৪.৭%
উত্তর দিনাজপুর: ১৪%