কলকাতাঃ শনিবার বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় 'রেমাল (Remal)।' রবিবার দুপুরের মধ্যেই যা বড় ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে বলে জানা গিয়েছে৷ রবিবার সকালে মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড় 'রেমাল' এখন উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে বঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে ৷ এই মুহূর্তে সাগর থেকে ২৯০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি ৷ বাংলাদেশের খেপুপাড়া থেকে ৩০০ কিলোমিটার দূরে 'রেমাল।' আর ক্যানিং থেকে দূরত্ব ৩২০ কিলোমিটার। দিঘা থেকে ৪১০ কিলামিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি।
🌪️ **Weather Update: Cyclone Alert** 🌪️
**Current Status:**
- 26 May morning: Tropical Cyclone "Remal"
- Location at 0530hrs: 19.48 N / 89.16 E
--------------
**Distances (approx):**
- Digha: 270 km SE
- Bakkhali: 225 km SSE
- Kolkata: 325 km S
- Kuakata (BG): 260 km SSW
#REMAL pic.twitter.com/TFjJHZFZj5
— CYCLONE CENTRAL (@CYCLONECENTRAL4) May 26, 2024
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার মধ্যরাতের মধ্যে প্রবল শক্তি বাড়িয়ে সাগরদ্বীপ এবং ওপার বাংলার খেপুপাড়ার মাঝামাঝি জায়গায় আছড়ে পড়বে 'রেমাল৷' ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। সেই সঙ্গে দমকা হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ১৩৫ কিলোমিটারের কাছেকাছি। টের পাওয়া যাবে কলকাতাসহ বিভিন্ন এলাকায়। রবিবার দিনভর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী তিন জেলা দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। জারি করা হয়েছে লাল সতর্কতা। সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত। বেলা বাড়লে বৃষ্টি আরও বাড়বে বলে জানা গিয়েছে। বিকেল ৫টার পর অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। সকাল থেকেই সুন্দরবনের আকাশে দুর্যোগের কালো মেঘ। সুন্দরবনের স্থলভাগেই ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় 'রেমাল'-এর।
#WATCH | West Bengal: As per IMD, cyclone 'Remal' is to intensify into a severe cyclonic storm in the next few hours and cross between Bangladesh and adjoining West Bengal coasts around May 26 midnight as a Severe Cyclonic Storm
(Visuals from Sundarbans, South 24 Parganas) pic.twitter.com/1yp3xRxUPr
— ANI (@ANI) May 26, 2024