(Photo Credits: PTI)

কলকাতা, ২৯ জুলাই: রাজ্যে ফের বাড়ল বিধি নিষেধের সময়সীমা। আগামী ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যে বিধি নিষেধের মেয়াদ বাড়ানো হল বলে জানানো হয়েছে নবান্নের তরফে। সেই সঙ্গে জারি করা হয়েছে নাইট কারফিউ (Night Curfew)। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত গোটা রাজ্য জুড়ে নাইট কারফিউ জারি থাকবে বলে জানানো হয়েছে এই নির্দেশিকায়। তবে ছাড় মিলবে যে কোনও জরুরি পরিষেবায়।

নতুন করে জারি করা বিধি নিষেধে এবার লোকাল ট্রেন (Train) চলবে কি না, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন:  Mamata Banerjee: চব্বিশের নির্বাচনে মোদী বিরোধী জোটে শান, দিল্লিতে মমতার সঙ্গে সাক্ষাৎ কেজরির

প্রসঙ্গত এর আগে নবান্নের (Nabanna) তরফে যে নির্দেশিকা জারি করা হয় সেখানে জানানো হয়, জুলাইয়ের শেষ পর্যন্ত রাজ্যে জারি থাকবে কোভিড বিধি। তবে তার আগেই এবার ফের বিধি নিষেধের মেয়াদ বাড়িয়ে দেওয়া হল নবান্নের তরফে।