মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo Source: ANI/Twitter)

কলকাতা, ৫ নভেম্বর: বাঁকুড়াতে (Bankura) আগামী নির্বাচনের কর্মসূচিতে গিয়ে আদিবাসী বাড়িতে পাত পেড়ে খান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাঁকুড়া পৌঁছে তিনি হুঁশিয়ারি দেন 'মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে'। তার প্রতিক্রিয়ায় নাম না করে অমিত শাহকে আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। কেউ কেউ অতিমারীর নিয়ম মানছে না বলে দাবি করেন তিনি।

সংবাদমমাধ্যমের খবর অনুযায়ী, মমতা ব্যানার্জি বলেন,‘রাজ্য সরকারকে বাদ দিয়ে এজেন্সির মাধ্যমে বিরক্ত করা হচ্ছে। নির্বাচিত সরকারকে ডিঙিয়ে এসব করা যায় না। হুমকি দিচ্ছে, অফিসারদের বউদের বদলি কর দেব বলা হচ্ছে। বলা হচ্ছে আয়কর ধরিয়ে দেব, ভিজিল্যান্স ধরাব। রাজ্যের অফিসরদের বলছি ভয় পাবেন না।’ তিনি আরও বলেন,‘উঠিয়ে ফেলে দেব বলছে, ভদ্রতা বজায় রাখুন। বহিরাগতদের বাংলা মেনে নেবে না, ছেড়ে কথা বলবে না।’ আরও পড়ুন, বাঁকুড়ায় এসে 'মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গেছে' হুঁশিয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

আজ বাঁকুড়ায় (Bankura) পুয়াবাগান মোড়ে অমিত শাহ পৌঁছন কর্মসূচির উদ্দেশে। সেখানে পৌঁছে বিরসা মুণ্ডার মূর্তিতে মাল্যদান করে তিনি বলেন,'বাংলার মানুষের মধ্যে আমি পরিবর্তনের আসা দেখতে পাচ্ছি, যা একমাত্র মোদি সরকারের দ্বারাই সম্ভব। ৮০% প্রকল্পের সুবিধা বাংলার মানুষ পাচ্ছেন না। কৃষকরা কিছু পাননি, স্বাস্থ্যের সুবিধা পাচ্ছেন না এখানকার মানুষরা। মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যে এই যোজনা মানুষের কাছে পৌঁছালে তাঁর সরকারের ভিত নড়ে যাবে।'