উত্তর প্রদেশের ঝাঁসি (Jhansi Medical College Hospital Fire)-র এক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে দশটি সদ্যোজাতের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে দেশজুড়ে শোকের ছায়া। গতকাল, শুক্রবার রাতে ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে অগ্নিকাণ্ডে সদ্যোজাতদের মৃত্যু নিয়ে এক্সে বার্তা লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। যোগী রাজ্যের হাসপাতালে সদ্যোজাতদের মৃত্যুর ঘটনায় মমতা টুইটে লিখলেন, ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১০ সদ্যোজাতের মৃত্যুর ঘটনা আমি শোকে বিধ্বস্ত হয়ে পড়েছি। আমরা এই ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারদের পাশে দাঁড়াচ্ছি, এবং দাবি করছি এমন জঘন্য ঘটনা আগামী দিনে যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে স্বচ্ছতা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থার দাবি জানাচ্ছি।"
যোগী রাজ্যের হাসপাতালে অগ্নিকাণ্ডে সদ্যোজাতদের মৃত্যু নিয়ে মমতার টুইট
I am devastated by the tragic incident at Maharani Laxmi Bai Medical College in Jhansi, where ten newborns lost their lives in a fire in the NICU.
We stand in solidarity with the affected families and demand accountability and immediate action to prevent such horrific accidents…
— Mamata Banerjee (@MamataOfficial) November 16, 2024
প্রাথমিকভাবে দমকলের তরফে জানানো হয়েছে, শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা। ফলে দমকল আসার আগেই ঝলসে যায় একাধিক শিশু। কিন্তু প্রশাসনিক গাফলতি যে রয়েছে সে কথা বারবার উঠছে।