CM Mamata Banerjee. Photo Source ANI/Twitter

কলকাতা, ১০ ডিসেম্বর: ২০২১ বিধানসভা নির্বাচনী প্রচারে রাজ্যে এসে ভবানীপুর থেকে যাত্রা শুরু করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda) ৯ ডিসেম্বর। বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার করেন তিনি। তার ঠিক একদিন পর ওই একই কেন্দ্র অর্থাৎ মমতা ব্যানার্জির (Mamata Banerjee) নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে প্রচার শুরু করলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি। 'স্বাস্থ্য সাথী' স্কিম দিয়ে শুরু হল ভবানীপুরের যাত্রা। মহিলাদের হাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে তুলে দিলেন স্বাস্থ্য সাথীর (Swastha Sathi) অন্তর্ভুক্ত মেডিকেল স্মার্ট কার্ড। পড়ুন: West Bengal: করোনার কাঁটা, এবার কমল একাদশ শ্রেণির সিলেবাস

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন বলেন, 'এই স্কিমের অধীনে মহিলাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে ওই মহিলার পরিবার ৫ লাখ টাকা পর্যন্ত সরকারের আর্থিক সহযোগিতায় সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন।' ভবানীপুর থেকেই সরকারের 'দুয়ারে কর্মসূচি'-র সূত্রপাত ঘটালেন মমতা। বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার যদুবাবুর বাজারে ‘স্বাস্থ্যসাথী’ কার্ড-সহ একাধিক সরকারি পরিষেবা মানুষের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী।

তবে নাড্ডার পরের দিন ওই একই কেন্দ্র থেকে কেন সরকারি প্রকল্পের সূচনা করলেন মমতা?এরমধ্যেও কী রয়েছে কোনও রাজনৈতিক ইঙ্গিত। তৃণমূলের একাংশের মন্তব্য এই কর্মসূচি বহুদিন আগে থেকেই স্খির হয়েছিল। এদিনের কর্মসূচি থেকে নাম না করে নাড্ডাকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, "একজন ভদ্রলোক এসেছেন। দেশের কোনও কাজ নেই! ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। কৃষকরা আন্দোলন করছে, সে দিকে নজর নেই। ওরা অকথ্য কথা বলে, মিথ্যে কথা বলে, ভুল বোঝায়।"