হেড কনস্টেবল সুশান্ত কুমার ঘোষ (Photo: Twitter)

কলকাতা, ২৯ মে: কলকাতায় করোনাভাইরাসে (COVID-19) আক্রান্ত হয়ে মৃত্যু হল এক সিআইএসএফ (CISF) কর্মীর। ওই কর্মী গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে (Garden Reach Shipbuilders & Engineers) কর্মরত ছিলেন। কয়েকদিন আগে তাঁর করোনা ধরা পরে। সিআইএসএফের তরফে মৃতের পরিবারকে সমবেদনা জানিয়ে টুইট করা হয়েছে। মৃত হেড কনস্টেবল সুশান্ত কুমার ঘোষ (Head Constable Susanta Kumar Ghosh) মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। এর আগে গত ১২ মে করোনা আক্রান্ত কলকাতার সিআইএসএফ-এর এএসআই পদমর্যাদার এক অফিসারের মৃত্যু হয়। তিনিও গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মরত ছিলেন। কলকাতার একটি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তার আগে কলকাতা জাদুঘরে কর্মরত এক সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়। মুম্বই বিমানবন্দরে কর্মরত এক সিআইএসএফ কর্মীও করোনা আক্রান্ত হয়ে মারা যান। এখনও পর্যন্ত সারা দেশে সিআইএসএফ-র ৪ জন কর্মীর মৃত্যু হল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। আরও পড়ুন: Kolkata: করোনায় আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু; চিন্তা বাড়াচ্ছে বাংলায় সংক্রমণের সংখ্যা

কলকাতায় গার্ডেনরিচ শিপ বিল্ডার্সে কর্মরত ইউনিটের কমপক্ষে ৪০ জন সিআইএসএফ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী কেবলমাত্র একজন কর্মী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, বাকিরা সুস্থ হয়েছেন।