কলকাতাঃ এখনই দুর্যোগ থেকে রেহাই নেই। শরতের আকাশেও দুর্যোগের ঘনঘটা। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা গড়ালেই বাংলায় ঝড়বৃষ্টির ভ্রূকুটি। আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জারি হয়েছে হলুদ সতর্কতা। চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে, যা ক্রমে দক্ষিণে ঝুঁকছে। এরপর তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে। এর জেরেই দুর্যোগের সম্ভাবনা বাড়ছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে। আগামী শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামিকাল অর্থাৎ শুক্রবার বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুর্যোগ থেকে রেহাই নেই, বেলা বাড়লেই ধেয়ে আসছে বৃষ্টি, ভিজবে কোন কোন জেলা?
7 days forecast of #Capital City pic.twitter.com/SVECbhfCEE
— IMD Kolkata (@ImdKolkata) August 27, 2025