কলকাতা, ১১ মার্চ: “আগামী ২ মে রবিবার পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে। সেদিন বাংলার জনগণের শক্তি দেখার জন্য নিজেকে প্রস্তুত করো বিজেপি।” বৃহস্পতিবার এসএসকেএমে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্ট করে বিরোধী গেরুয়া শিবিরকে এভাবেই চ্যালেঞ্জ ছুঁড়লেন যুব তৃণমূলের সভাপতি তথা তৃণণূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার রানিচকে বিরুলিয়া বাজারে জনসংযোগের সময় পড়ে গিয়ে বাঁ পায়ের পাতায়, গোড়ালিতে, পেশিতে বুকে কাঁধে চোট পেয়েছেন তৃণমূল নেত্রী। গাড়িতে ওঠার পর সাংহাদিকদের কাঁছে তিনি অভিযোগ করেছিলেন, ভিড়ের মধ্যে চার পাঁচজন তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। পুলিশ প্রশাসনের কর্তারা সে সময় তাঁর আশপাশে ছিলেন না। এবার পিসির উপরে হওয়া হামলার ঘটনায় বিজেপিকে নিশানা করলেন অভিষেক।
এদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এরইমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বন্ধ করার চেষ্টা এই প্রথম নয়। এই ঐতিহাসিক জমিতেই কৃষকদের পক্ষে দাঁড়ানোর জন্য তাঁর ওপর হামলা চালানো হয়েছিল। কিন্তু কোনও কিছুতেই তাঁকে দমানো যায়নি। আপনাদের কণ্ঠস্বর সবল করে তোলার জন্য তিনি ছিলেন, আছেন ও থাকবেন। এই হামলার ঘটনা নিয়ে বিজেপি, সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব কটাক্ষ করেছে। তার জবাব দিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, “বিজেপি খুব নিচু স্তরে চলে গিয়েছে। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার ঘটনায় যাঁরা কটাক্ষ করছেন তাঁরা অসভ্য।” আরও পড়ুন-WB Assembly Elections 2021: দলনেত্রীর উপরে হামলার ঘটনায় উত্তেজনা নন্দীগ্রামের বিরুলিয়ায়, বচসায় বিজেপি তৃণমূল
TMC MP Abhishek Banerjee tweets West Bengal CM Mamata Banerjee's picture admitted in hospital; says, "BJP, brace yourselves to see the power of people of Bengal on Sunday, May 2nd"
CM had claimed yesterday that she suffered an injury after being pushed by few people in Nandigram pic.twitter.com/XRIqkxJVqf
— ANI (@ANI) March 10, 2021
বুধবার নন্দীগ্রামের রানিচকে একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে বেরনোর মুখেই পড়ে যান তিনি এই দুর্ঘটনার জেরে তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে গুরুতর (সিভিয়ার) চোট রয়েছে। রক্ত জমেছে। এ ছাড়া চোট রয়েছে ডান কাঁধ, ডান হাত ও গলায়। ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের সমস্যা অনুভব করছেন। আগামী ৪৮ ঘণ্টার জন্য তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। আজ সিটি স্ক্যানও হবে মুখ্যমন্ত্রীর। ইতিমধ্যেই তাঁর জখম হওয়া বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।