স্ট্রেচারে মুখ্যমন্ত্রী (Photo Credits: Social Media)

নন্দীগ্রাম, ১১ মার্চ: বুধবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে পড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ-সহ জেলাশাসক বিভু গোয়েল তদন্ত শুরু করেছেন। তাঁরা এলাকার বাসিন্দাদের সঙ্গে কথাও বলেছেন। প্রশাসনিক কর্তাব্যক্তিরা চলে যেতেই সেখানে জড়ো হতে থাকেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন নন্দীগ্রামের ২নং ব্লকের বিরুলিয়া বাজারে মুখ্যমন্ত্রীর উপরে হওয়া হামলার ঘটনায়  প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল নেতৃত্বের ভিড় জমে। শুরু হয় বিজেপির বিরুদ্ধে স্লোগান। মুখ্যমন্ত্রীর আহত হওয়ার নেপথ্যে গেরুয়া শিবির। স্লোগান শুনেই বেজায় চটে বিজেপি নেতৃত্ব। ঘটনাস্থলে পৌঁছে পাল্টা হিসেবে মমতার উপরে হওয়া ‘হামলা’র ঘটনাকে সাজানো বলে প্রতিবাদ জানাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। আরও পড়ুন-Mamata Banerjee Injury: এসএসকেএমে মমতাকে দেখতে এসে বিড়ম্বনায় রাজ্যপাল, শুনতে হল গো ব্যাক স্লোগান

ক্রমশই বিরুলিয়া বাজারের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই দুই তরফের মধ্যে বচসা বাঁধে। এর থেকেই শুরু হয় হাতাহাতি। তবে স্থানীরা এসে পরিস্থিতি সামাল দেন। ঝামেলা ততক্ষণের মতো বন্ধ হলেও গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। এই প্রসঙ্গে বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল বলেছেন, “গতকাল মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত নিছকই দুর্ঘটনা। কারণ বিরুলিয়া বাজারের ওপর দিয়ে যে ঢালাই রাস্তা গিয়েছে, সেখানে প্রায় বছর দুয়েক আগেই রাস্তার দু’পাশে দু’টি লোহার খুঁটি পোঁতা হয়েছিল। ভারী মালবাহী ভ্যান বা ভারী কোনও গাড়ি ওই রাস্তায় যাতে ঢুকে না পড়ে, তার জন্যই এমন ব্যবস্থা নেওয়া হয়। বুধবার সেই খুঁটি না দেখে নামতে গিয়েই মুখ্যমন্ত্রীর পায়ে চোট লাগে। এর সঙ্গে হামলার কোনও যোগ নেই।”

অন্যদিকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান বলেছেন, “বিজেপি বরাবরই ষড়যন্ত্র করে। মমতা নন্দীগ্রামে দাঁড়ানোর পর বিজেপি পায়ের তলায় মাটি পায়নি। তাই দলনেত্রীর ওপর হামলা চালিয়েছে গেরুয়া শিবির।”