অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Photo: Instagram)

বাঁকুড়া, ১ এপ্রিল: ভোটের দিন (WB Assembly Elections 2021) বিতর্কে জড়ালেন বাঁকুড়ার তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দুঃস্থ ভোটারদের টাকা বিলি করার অভিযোগ উঠল সায়ন্তিকার বিরুদ্ধে। তবে তাতে না দমে বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার ভৈরবস্থানে পুজো দেন সায়ন্তিকা। লোকসভা নির্বাচনের ফলাফল ধরলে, বিজেপি এই কেন্দ্রে ৪৬ হাজার ভোটে এগিয়ে। সায়ন্তিকা বলেন, “লড়াই যত কঠিন হবে, জিতে তত বেশি মজা, তাই না? সহজ রাস্তায় হেঁটে, জিতে মজা। তবে কঠিন রাস্তা পার করে, মানুষের ভালবাসা, আশীর্বাদ নিয়ে জিতলে তার মজাই আলাদা।” এদিকে সায়ন্তিকার টাকা বিলি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েচে গেরুয়া শিবির। বিজেপির মন্তব্য, আজকের দিনে প্রচার করছেন, এটা আসলে নির্বাচনী বিধিভঙ্গ। সঙ্গে তাদের খোঁচা, নির্বাচনের নিয়ম না জেনেই উনি নির্বাচন লড়তে নেমে পড়েছেন।

এদিন সায়ন্তিকা বলেন, “রাতে শান্তির ঘুম হয়েছিল। মানুষ আমাদের সঙ্গে রয়েছে। দুটি বুথে ইভিএম মেশিন কাজ করছে না। সমস্যা হচ্ছে। ওই দুটো আমাদের ভাল বুথ। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি। চাপ নয়, উত্তেজনা হচ্ছে। মানুষের কাছে আশীর্বাদ নিচ্ছি। মানুষের হাসিমুখ দেখছি। আমার মনটা ভাল আছে। প্রথম যে বুথে গিয়েছিলাম সেখানে কাশীজেঠুর স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল। বাঁকুড়ার মানুষ কাশীজেঠুকে শ্রদ্ধা করেন। ভালবাসেন। জেঠিমার আশীর্বাদ নিলাম।” আরও পড়ুন-WB Assembly Elections 2021: ‘আন্টি কো থোড়া শান্ত ব়্যাহনা চাহইয়ে’, ভোট দিয়েই মমতাকে বিঁধলেন শুভেন্দু

পুজো দেওয়ার পরে বাঁকুড়ার ভোটেকেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের তারকা প্রার্থী। বুথমুখী ভোটারদের সঙ্গে বার্তালাপও করছেন। তাঁদের আশূর্বাদ চাইছেন। আর এনিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি।