Mamata Banerjee (Photo Credit: Facebook)

মঙ্গলবার ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ করা হয় পশ্চিমবঙ্গ  (West Bengal) বিধানসভায়। নির্যাতিতা তরুণীর বিচার চেয়ে এবং ধর্ষকদের কড়া শাস্তির দাবিতে বিধানসভায় আজ অপরাজিতা বিল পেশ করে তৃণমূল কংগ্রেস (TMC)  সরকার। যে বিল পেশের পর বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের মাঝে যেমন শোরগোল শুরু হয়, তেমনি মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়ও হই হট্টগোল শোনা যায়। তবে হই হট্টগোলের মাঝেই অপরাজিতা বিল নিয়ে বলতে ওঠেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এই বিল মেয়েদের অধিকার রক্ষার বিল বলে জানান তিনি। তেমনি এই বিল বিধানসভায় পাশ হলে, রাষ্ট্রপতির স্বাক্ষর সম্পন্ন হলে, দেশে ইতিহাস তৈরি করবে। পরবর্তীকালে এই বিল দেখে দেশের অন্য রাজ্যগুলিও চলবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। অপরাজিতা বিল নিয়ে বলার শেষে বিধানসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) 'পদত্যাগ' দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আপনি মেয়েদের সুরক্ষা দিতে পারেননি।' প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির মন্ত্রীদের 'পদত্যাগ' চান বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Anti-Rape Bill 'Aparajita': 'এই বিল মেয়েদের অধিকার রক্ষার বিল', বললেন Mamata Banerjee

অপরাজিতা বিল নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে নিন...