ধর্ষণ বিরোধী অপরাজিতা (Aparajita Bill) বিল পেশ হল বিধানসভায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অপরাজিতা বিল পেশ করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাজিরায় আজ এই বিল পেশ করা হয় বিধানসভায়। ধর্ষণে অভিযুক্তর জরিমানা এবং ফাঁসির সাজার কথা বলা রয়েছে ওই প্রস্তাবিত বিলে। অর্থাৎ ধর্ষণে অভিযুক্তকে জরিমানার পাশাপাশি ফাঁসি যাতে দেওয়া যায়, সেই নিদান রয়েছে অপরাজিতে বিলে। গত ৯ অগাস্ট আরজি করে (RG Kar) নির্মম অত্যাচারের পর খুন করা হয় এক চিকিৎসক পড়ুয়াকে। যার জেরে উত্তাল গোটা রাজ্য। পশ্চিমবঙ্গের (West Bengal) পাশাপাশি গোটা দেশ জুড়েও আরজি করের ঘটনায় প্রতিবাদ শুরু হয়। আরজি করের ঘটনার জেরেই এবার অপরাজিতা বিল বিধানসভায় আনার কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই বিল বিধানসভায় পেশ করেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক।
ধর্ষণ বিরোধী বিল পেশ বিধানসভায়...
#TMC tables anti-rape bill inside #WestBengal assembly in the presence of CM #MamataBanerjee #BJP presses for resignation of Banerjee @Sabyasachi_13 brings takeaways from the session #KolkataHorror #RGKarMedicalCollegeHospital | @shwetaasingh pic.twitter.com/5EEv5VkjcR
— Mirror Now (@MirrorNow) September 3, 2024