ভোট পরবর্তী হিংসার (West Bengal Post Poll Violence) পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারই রাজ্যে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবের (Biplab Kumar Deb) তত্ত্বাবধানে চার সদস্যের ওই কমিটি রাজ্যের বিভিন্ন জায়গায় গিয়ে হিংসায় 'আক্রান্তদের' সঙ্গে কথা বলছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) গত শনিবারই এই 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম' গঠন করেন। জানান, লোকসভা ভোটের ফলফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ জুড়ে চলতে থাকা লাগাতার হিংসার ঘটনা পর্যবেক্ষণ করে কেন্দ্রকে রিপোর্ট পেশ করবে কমিটি। বাংলার ভোট পরবর্তী হিংসার পরিস্থিতিকে ব্যাখা করতে গিয়ে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কাঠগড়ায় দাঁড় করালেন।
আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রের তথ্য অনুসন্ধান কমিটি
২০২১ বিধানসভা ভোটের সময়ে বাংলায় হিংসার ঘটনার প্রসঙ্গ তুলে অগ্নিমিত্রা বললেন, সেই বছর বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে যেভাবে অশান্তি, হিংসার ঘটনা ঘটেছিল তা দেখেও চুপ ছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, কিছুই হয়নি। সবকিছু শান্তিতে রয়েছে। বিধায়ক এও জানান, সেই সময়ে বাংলায় হিংসার শিকার হয়ে প্রায় দশ হাজার রাজ্যবাসী অসম, বিহার, ওড়িশায় পালিয়ে গিয়েছিল। ২০২৪ লোকসভায় সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। বিরোধী দলের সমর্থককের সমাজ থেকে বহিষ্কার করা হচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক। চাষের জমি, পানীয় জল কেড়ে নিয়ে কোণঠাসা করে দেওয়া হচ্ছে তাঁদের।
মমতাকে দুষলেন অগ্নিমিত্রা...
#WATCH | BJP MLA Agnimitra Paul says, "The way post poll violence took place in 2021 under the leadership of Mamata Banerjee, and then she said, nothing has happened and everything is at peace. NHRC came here and that case is going on. 10,00 people have fleed to Assam, Bihar.… https://t.co/uFFzwQ3Y91 pic.twitter.com/Pi3LnjYrxg
— ANI (@ANI) June 18, 2024
রাজ্যের এই দুর্গতি থেকে রাজ্যবাসীকে উদ্ধার করতে আদালতের উপরেই ভরসা রাখছে বিরোধী নেতা মন্ত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা, তাঁর মন্ত্রী কিংবা পুলিশদের উপর আস্থা হারিয়েছেন বলে জানালেন অগ্নিমিত্রা। বললে, 'আমরা বিচার চাই। তার জন্যে যত দূর যাওয়া সম্ভব আমরা যাব'।