Biplab Kumar Deb (Photo Credits: ANI)

পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার (West Bengal Post Poll Violence) পরিস্থিতি খিতিয়ে দেখতে রাজ্যে এল কেন্দ্রের তথ্য অনুসন্ধান কমিটি। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব (Biplab Kumar Deb) সহ চার সদস্যের এই কমিটিতে জুড়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সোমবার সকাল সকাল বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) পৌঁছল কমিটির সদস্যরা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করবেন কমিটির সদস্যরা।

আরও পড়ুনঃ ভোট পরবর্তী হিংসায় জর্জরিত বাংলা, পরিস্থিতি খতিয়ে দেখতে চার সদস্যের দল পাঠাচ্ছে বিজেপি

বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপি সাংসদ তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলাকে রক্ষা করার জন্যে শপথ নিয়েছিলেন। কিন্তু লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধীদের উপর আক্রমণ হওয়ার ভুরিভুরি খবর মিলছে। মূলত সাতটি জেলায় সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটেছে। বিমানবন্দর থেকে সোজা কোচবিহারের দলীয় অফিসে যাবে বিজেপির 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম'। এরপর ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করবেন। সব শেষে দলের আহ্বায়ক বিপ্লব রাজ্যের হিংসার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিস্তারিত রিপোর্ট পেশ করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার (JP Nadda) কাছে।

বঙ্গে এল কেন্দ্রের তথ্য অনুসন্ধান কমিটি... 

গত শনিবারই বিবৃতি জারি করে বিজেপি সভাপতি নাড্ডা জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে অব্যাহত থাকা ভোট পরবর্তী বিক্ষিপ্ত হিংসার ঘটনা পর্যালোচনা করার জন্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেছেন তিনি। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট চারজন সাংসদ রয়েছেন ওই কমিটিতে। বিপ্লব কুমার দেব এবং রবিশঙ্কর প্রসাদ (লোকসভা)। ব্রিজলাল এবং কবিতা পাতিদার (রাজ্যসভা)।