বৃহস্পতিবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে হাজির হয়েছিল বিজেপি সংসদীয় প্রতিনিধি দলের সদস্যরা। ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya), সৌমিত্র খাঁ, জগন্নাথ সরকার সহ একাধিক সাংসদ। ঘন্টাখানেক ধরে চলা এই বৈঠকের পর বেরিয়ে আসেন প্রতিনিধি দলের সদস্যরা। এই বৈঠকের বিষয়বস্তু বাংলাই যে ছিল, তা আগে থেকেই নিশ্চিত হয়েছিল। তবে বঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে ভুয়ো ভোটার রুখতে যে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন, তার আভাস কিন্তু এখন থেকেই পাওয়া গেল।
কড়া পদক্ষেপ নেবে কমিশন
পশ্চিমবঙ্গে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা একটা বড় ইস্যু, এই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় দুপক্ষের। এবং বৈঠক শেষে কমিশনের তরফে আশ্বস্ত করা হয় যে আগামী বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধন করবে কমিশন। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “রাজ্যের যে সমস্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচন কমিশন পদক্ষেপ নিচ্ছে, সেই সমস্ত আধিকারিকদের পাশে থেকে কমিশনকেই আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নির্বাচন কমিশনারের গুরুত্বসহকারে নেওয়া উচিত”।
দেখুন শমীক ভট্টাচার্যের মন্তব্য
#WATCH | After meeting with ECI, West Bengal BJP president and MP Samik Bhattacharya says, "The Government official regarding whom Election Commission directed to take cognisance of, and regarding whom our CM attacked the ECI should be taken seriously. If flawless West Bengal… https://t.co/6BfcWCDvyL pic.twitter.com/N4fFcg2MHx
— ANI (@ANI) August 7, 2025
বিজেপিকে আশ্বস্ত করেছে কমিশন
শমীক আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা ও ভুয়ো ভোটারদের যেন বাদ দেওয়া হয়। এই বিষয় কমিশন আমাদের আশ্বস্ত করেছে যে ভোটার তালিকা ত্রুটিহীনভাবেই সংশোধন করা হবে”।