ইম্ফল, ২০ মে: কলকাতার (Kolkata) বেসরকারি হাসপাতাল থেকে পদত্যাগ করেছেন ১৮৫ জন নার্স। করোনা-আবহে চরম সঙ্কটের মুখে শহরের সবকটি বেসরকারি হাসপাতাল। মণিপুর সরকার কলকাতা থেকে ১৮৫ জন নার্সকে রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে। মণিপুরের (Manipur) পাশাপাশি উড়িষ্যা এবং ত্রিপুরা থেকে আসা নার্সরাও একে একে ফিরে যাচ্ছেন নিজেদের রাজ্যে। সবমিলিয়ে বেসরকারি হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কমবেশী ৫০০ জন নার্স ফিরে গেছেন নিজেদের রাজ্যে। আরও পড়ুন: Cyclone Amphan Update: আম্ফান ঘূর্ণিঝড়ের দাপটে কাঁপছে ভদ্রক পারাদ্বীপ, ঝড় বৃষ্টিতে ভাসছে সমগ্র ওড়িশা
বুধবারই নিজেদের রাজ্যে ফিরে গেছেন ১৮৫ জন মণিপুরের নার্স। মণিপুরে ফিরে যাওয়া এক নার্সের কথায়, “কাজ ছেড়ে আসতে বাধ্য হয়েছি আমরা। আমরা একেবারেই খুশি নই এতে। কিন্তু কলকাতায় কাজ করাটা দিনকে দিন কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। কাজে আমাদের সম্মান ছিল। অন্যদিকে কাজের কোনও নিশ্চয়তাও ছিল না। করোনার জেরে বাড়ছিল কাজের চাপ, ছিল না পর্যাপ্ত পিপিই কিট, মাস্ক। করোনায় আক্রান্ত হওয়ারও সম্ভাবনা বাড়ছিল। চেহারার কারণে সামাজিক বৈষম্যের শিকারও হতে হয়েছে আমাদের। নিরাপদ আশ্রয়ের খোঁজেই বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছি।” তাঁদের দাবি, করোনা রোগী সংস্পর্শে আসায় নিজেদের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল এই সমস্ত নার্সদের। সেসময় পর্যাপ্ত খাবার পাননি তাঁরা। এমনকী, হাসপাতালের তরফে কোনও থোঁজ-খবরও নেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা ফেরত মণিপুরের নার্সরা।
Manipur:185 nurses have quit their job from hospitals in Kolkata&returned to Imphal. Cristella, a nurse says,"We're not happy that we left our duties. But we faced discrimination,racism&people sometimes spit on us.Lack of PPE kits&people used to question us everywhere we went". pic.twitter.com/y4nlwbhaK6
— ANI (@ANI) May 20, 2020
রাজ্যে প্রয়োজনের তুলনায় নার্সের সংখ্যা এমনিতেই অনেক কম। সেই ঘাটতি অনেকটাই পূরণ করত ভিন রাজ্য থেকে আসা পড়ুয়ারা। কলকাতার বিভিন্ন নার্সিং কলেজে নার্সিং নিয়ে পড়তেন তাঁরা। এরপর শহরের বিভিন্ন হাসপাতালে নার্সিং স্টাফ হিসেবে কাজে যোগ দিতেন তাঁরা।