Close
Advertisement
 
বৃহস্পতিবার, জানুয়ারী 16, 2025
সর্বশেষ গল্প
13 minutes ago

Young Faces In CPIM Candidate List: তারুণ্যের ছোঁয়ায় ভোট শতাংশ বাড়ানোই লক্ষ্য বামেদের

Videos Sarmita Bhattacharjee | Mar 25, 2021 11:06 AM IST
A+
A-

কংগ্রেস এবং আইএসএফের জন্য আসন ছেড়ে বাকি ৬ দফার ভোটের জন্য বাম প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেই তালিকায় রয়েছেন জেএনইউ-এর ছাত্র আন্দোলনের নেত্রী ঐশী ঘোষ, দীপ্সিতা ধর, যুব নেতা সায়নদীপ মিত্র, দেবজ্যোতি দাস, ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য, প্রতীক-উর রহমান-সহ বহু তরুণ মুখ। তালিকায় রূপোলি চমক বলতে টালিগঞ্জ কেন্দ্রে অভিনেতা দেবদূত ঘোষ। দলের ‘হেভিওয়েট’ নেতাদের মধ্যে পলিটবুরো সদস্য মহম্মদ সেলিমকে প্রার্থী করা হয়েছে হুগলির চণ্ডীতলা থেকে। পরিষদীয় রাজনীতির চেনা মুখেদের মধ্যে সুজন চক্রবর্তী, অশোক ভট্টাচার্য, তন্ময় ভট্টাচার্যেরাও আছেন। এদিকে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির শুভেন্দু অধিকারীর সম্মুখ সমরে নন্দীগ্রাম এখন সব চেয়ে উত্তেজক রণাঙ্গন! বাম শরিক সিপিআইয়ের কাছ থেকে নিয়ে সেই আসনে এ বার লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম নিজেই। প্রথমে আইএসএফ আসনটি লড়তে চাইলেও পরে তারা মত বদলায় এবং সক্রিয় হয় সিপিএম।

RELATED VIDEOS